Ajker Patrika

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মাদ্রাসছাত্রীর লাশ

মাদারীপুর প্রতিনিধি
নিখোঁজের পরদিন পুকুরে মিলল মাদ্রাসছাত্রীর লাশ
নিহত লামিয়া আক্তার। ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পরদিন পুকুর থেকে লামিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হক মাতুব্বরের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া পাইকপাড়া গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে। সে পাশের এলাকার নয়াকান্দি আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) বিকেলে লামিয়ার মোবাইলে একটা কল আসে। এ সময় কারও কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয় লামিয়া। এরপর আর বাড়িতে ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের লোকেরা। বৃহস্পতিবার জমিতে পাট কাটতে গিয়ে লামিয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখেন শ্রমিকেরা। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনকে জানায় এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মা রেবেবা বেগম বলেন, ‘লামিয়া একটি ছেলের সঙ্গে প্রায়ই মোবাইলে কথা বলত। বুধবার বিকেলে একটি ফোন পেয়ে কারও কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে পাটকাটা শ্রমিকেরা লামিয়ার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি পুকুরে ভাসমান অবস্থায় দেখে আমাদের খবর দেয়। আমার মেয়েকে হয়তো হত্যা করে পুকুরে লাশ ফেলে দিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত