পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজের এক দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নাগরিক আবির হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। আজ মঙ্গলবার সকালে বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখা থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আবির হোসেনের ভাতিজা হৃদয় হোসাইন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দা অটোরিকশাচালক আবির হোসেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হন। বেলা ১১টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুপুরে অটোরিকশাটি বুড়িমারী স্থলবন্দরে পাওয়া যায়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁকে পায়নি। আজ মঙ্গলবার সকালে জানা যায়, উপজেলার স্থলবন্দর সড়কের শূন্যরেখার পাশের নালায় আবিরের লাশ পড়ে আছে। খবর পেয়ে বুড়িমারী কোম্পানির বিজিবি ও পাটগ্রাম থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
হৃদয় হোসাইন আরও বলেন, ‘চাচা সাদাসিধে মানুষ ছিলেন। কীভাবে তাঁর মৃত্যু হলো বলতে পারি না।’
বিজিবির বুড়িমারী কোম্পানির কমান্ডার বায়রোন আলী বলেন, লাশ পুলিশ নিয়ে গেছে। এটি সীমান্ত সংক্রান্ত মৃত্যুর ঘটনা নয়।
এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধার করা লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজের এক দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নাগরিক আবির হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। আজ মঙ্গলবার সকালে বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখা থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আবির হোসেনের ভাতিজা হৃদয় হোসাইন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দা অটোরিকশাচালক আবির হোসেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হন। বেলা ১১টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুপুরে অটোরিকশাটি বুড়িমারী স্থলবন্দরে পাওয়া যায়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁকে পায়নি। আজ মঙ্গলবার সকালে জানা যায়, উপজেলার স্থলবন্দর সড়কের শূন্যরেখার পাশের নালায় আবিরের লাশ পড়ে আছে। খবর পেয়ে বুড়িমারী কোম্পানির বিজিবি ও পাটগ্রাম থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
হৃদয় হোসাইন আরও বলেন, ‘চাচা সাদাসিধে মানুষ ছিলেন। কীভাবে তাঁর মৃত্যু হলো বলতে পারি না।’
বিজিবির বুড়িমারী কোম্পানির কমান্ডার বায়রোন আলী বলেন, লাশ পুলিশ নিয়ে গেছে। এটি সীমান্ত সংক্রান্ত মৃত্যুর ঘটনা নয়।
এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধার করা লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

মাদারীপুর জেলার শিবচরে ঘন কুয়াশার মধ্যে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাস, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বান্দরবানের ৭ উপজেলার মধ্যে ৪টির ৫ ইউনিয়নের দুর্গম এলাকার ১১টি ভোটকেন্দ্রকে হেলিসর্টি ভোটকেন্দ্র ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটের সরঞ্জাম আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হবে হেলিকপ্টার।
১ ঘণ্টা আগে
যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবারও যশোরে দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
১ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই পঞ্চগড়ে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বেড়েছে। আজ শুক্রবার ভোরের দিকে হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাস থাকলেও সূর্য ওঠার পর কুয়াশা কেটে যায়। তবে রোদ উঠলেও শীতের তীব্রতা খুব একটা কমেনি।
১ ঘণ্টা আগে