লালমনিরহাট প্রতিনিধি

আওয়ামী লীগের এক নেতাকে হুমকি দিয়ে জনসভায় সমাজকল্যাণমন্ত্রী লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘তোমার ঘাড় মটকে দেব, তুমি এখনো লোক চিনো নাই।’
গতকাল শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাট উচ্চবিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে উদ্দেশ করে হুমকি দিয়ে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘ভুল্ল্যারহাটের জনসভায় গোলাম মর্তুজা হানিফা যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি। এ ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনো লোক চিনো নাই। তোমার চরিত্রের ঠিক নাই। তুমি কাজের মেয়ের সঙ্গে অসৎ সম্পর্ক গড়ে তুলে নেতা সাজতে চাও।’
আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধাকে হুমকি দিয়ে মন্ত্রীর এ বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।
এর আগে গত শুক্রবার ভুল্ল্যারহাট মাঠে মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হকের ঈগল প্রতীকের জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাম মর্তুজা হানিফ।
সেই বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা। বক্তব্যে তিনি বলেন, ‘জামান সাহেব (নুরুজ্জামান আহমেদ) ১৯৯৬ সালের নির্বাচনে তিন লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা আজও পাইনি। তিনি এতই টাকাওয়ালা, তো আমার ঋণ পরিশোধ করলেন না কেন? এতই যদি ভালো মানুষ হন। তো সমালোচনা সহ্য করতে পারেন না কেন?’
প্রকাশ্যে জনসভায় ঘাড় মটকে দেওয়ার হুমকির বিষয়ে গোলাম মর্তুজা হানিফ বলেন, ‘রাষ্ট্রের একজন আইনপ্রণেতা ব্যক্তি জনসভায় গডফাদারের মতো বক্তব্য দেবেন, এটা তো হতে পারে না। নুরুজ্জামান ’৯৬ সালে ঘড়ি মার্কায় নির্বাচনের সময় আমার কাছে তিন লাখ টাকা হাওলাত নেন। সেটা নিয়ে কথা বলায় তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দিয়েছেন। হাওলাতের টাকা ফেরত চাইতে চাইতে আমি বিরক্ত হয়েছি।’
তিনি বলেন, ‘এ ঘটনায় আমি জিডি করব, নির্বাচন কমিশনে মামলা করব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব। আমি আমার জীবনের নিরাপত্তা চাই। তিনি (মন্ত্রী) এত বড় মাপের মানুষ হয়ে না দেখে একটি মেয়ের সম্পর্কে বাজে মন্তব্য কেমনে করেন? তিনি কি আমার বাড়িতে ছিলেন যে কাজের মেয়ে সঙ্গে আমার সম্পর্ক তিনি দেখেছেন?। তাঁর চরিত্র নিয়ে তো কোনো কথা বলিনি। জানি না তা নয়। জনসভায় সব বলা যায় না।’
বক্তব্যের বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে রিসিভ করেননি।

আওয়ামী লীগের এক নেতাকে হুমকি দিয়ে জনসভায় সমাজকল্যাণমন্ত্রী লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘তোমার ঘাড় মটকে দেব, তুমি এখনো লোক চিনো নাই।’
গতকাল শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাট উচ্চবিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে উদ্দেশ করে হুমকি দিয়ে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘ভুল্ল্যারহাটের জনসভায় গোলাম মর্তুজা হানিফা যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি। এ ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনো লোক চিনো নাই। তোমার চরিত্রের ঠিক নাই। তুমি কাজের মেয়ের সঙ্গে অসৎ সম্পর্ক গড়ে তুলে নেতা সাজতে চাও।’
আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধাকে হুমকি দিয়ে মন্ত্রীর এ বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।
এর আগে গত শুক্রবার ভুল্ল্যারহাট মাঠে মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হকের ঈগল প্রতীকের জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাম মর্তুজা হানিফ।
সেই বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা। বক্তব্যে তিনি বলেন, ‘জামান সাহেব (নুরুজ্জামান আহমেদ) ১৯৯৬ সালের নির্বাচনে তিন লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা আজও পাইনি। তিনি এতই টাকাওয়ালা, তো আমার ঋণ পরিশোধ করলেন না কেন? এতই যদি ভালো মানুষ হন। তো সমালোচনা সহ্য করতে পারেন না কেন?’
প্রকাশ্যে জনসভায় ঘাড় মটকে দেওয়ার হুমকির বিষয়ে গোলাম মর্তুজা হানিফ বলেন, ‘রাষ্ট্রের একজন আইনপ্রণেতা ব্যক্তি জনসভায় গডফাদারের মতো বক্তব্য দেবেন, এটা তো হতে পারে না। নুরুজ্জামান ’৯৬ সালে ঘড়ি মার্কায় নির্বাচনের সময় আমার কাছে তিন লাখ টাকা হাওলাত নেন। সেটা নিয়ে কথা বলায় তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দিয়েছেন। হাওলাতের টাকা ফেরত চাইতে চাইতে আমি বিরক্ত হয়েছি।’
তিনি বলেন, ‘এ ঘটনায় আমি জিডি করব, নির্বাচন কমিশনে মামলা করব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব। আমি আমার জীবনের নিরাপত্তা চাই। তিনি (মন্ত্রী) এত বড় মাপের মানুষ হয়ে না দেখে একটি মেয়ের সম্পর্কে বাজে মন্তব্য কেমনে করেন? তিনি কি আমার বাড়িতে ছিলেন যে কাজের মেয়ে সঙ্গে আমার সম্পর্ক তিনি দেখেছেন?। তাঁর চরিত্র নিয়ে তো কোনো কথা বলিনি। জানি না তা নয়। জনসভায় সব বলা যায় না।’
বক্তব্যের বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে রিসিভ করেননি।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৮ মিনিট আগে