পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামের তিন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নয়জনকে পুশ ইন করেছে। তবে হাতীবান্ধার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ছয়জন ও হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠায় বিএসএফ। একই সময় উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও তিনজনকে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী তা প্রতিহত করে।
শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান আজকের পত্রিকাকে পুশ ইনের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয়রা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৩ নম্বরের ১ নম্বর উপপিলারে শ্রীরামপুর সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের চেঙ্গেরবাড়ী সীমান্ত। এ সীমান্ত দিয়ে এদিন ভোর সাড়ে ৪টায় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা তিনজন ভারতীয় পুরুষ ও বাংলাদেশি একজন নারী ও দুজন পুরুষকে ঠেলে পাঠায়।
বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে ওই ইউনিয়নের আজিজপুর গ্রামের কমলার বাজারে দুপুরে স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন।
অন্যদিকে একই দিন ভোরে সীমান্তের প্রধান পিলার ৮৯১ নম্বর ও উপপিলার ৩ নম্বরের হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্তের বিপরীতে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের তিলক ক্যাম্পের সদস্যরা তিনজনকে পুশ ইন করে। বিজিবি এই তিনজনকে আটক করে হাতীবান্ধা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠানোর সময় বিজিবি ও স্থানীয়রা প্রতিহত করেন। উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামের তিন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নয়জনকে পুশ ইন করেছে। তবে হাতীবান্ধার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ছয়জন ও হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠায় বিএসএফ। একই সময় উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও তিনজনকে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী তা প্রতিহত করে।
শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান আজকের পত্রিকাকে পুশ ইনের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয়রা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৩ নম্বরের ১ নম্বর উপপিলারে শ্রীরামপুর সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের চেঙ্গেরবাড়ী সীমান্ত। এ সীমান্ত দিয়ে এদিন ভোর সাড়ে ৪টায় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা তিনজন ভারতীয় পুরুষ ও বাংলাদেশি একজন নারী ও দুজন পুরুষকে ঠেলে পাঠায়।
বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে ওই ইউনিয়নের আজিজপুর গ্রামের কমলার বাজারে দুপুরে স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন।
অন্যদিকে একই দিন ভোরে সীমান্তের প্রধান পিলার ৮৯১ নম্বর ও উপপিলার ৩ নম্বরের হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্তের বিপরীতে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের তিলক ক্যাম্পের সদস্যরা তিনজনকে পুশ ইন করে। বিজিবি এই তিনজনকে আটক করে হাতীবান্ধা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠানোর সময় বিজিবি ও স্থানীয়রা প্রতিহত করেন। উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
২ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৮ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২১ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২১ মিনিট আগে