Ajker Patrika

লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইন বিএসএফের

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইন বিএসএফের
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামের তিন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নয়জনকে পুশ ইন করেছে। তবে হাতীবান্ধার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ছয়জন ও হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠায় বিএসএফ। একই সময় উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও তিনজনকে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী তা প্রতিহত করে।

শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান আজকের পত্রিকাকে পুশ ইনের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয়রা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৩ নম্বরের ১ নম্বর উপপিলারে শ্রীরামপুর সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের চেঙ্গেরবাড়ী সীমান্ত। এ সীমান্ত দিয়ে এদিন ভোর সাড়ে ৪টায় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা তিনজন ভারতীয় পুরুষ ও বাংলাদেশি একজন নারী ও দুজন পুরুষকে ঠেলে পাঠায়।

বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে ওই ইউনিয়নের আজিজপুর গ্রামের কমলার বাজারে দুপুরে স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন।

অন্যদিকে একই দিন ভোরে সীমান্তের প্রধান পিলার ৮৯১ নম্বর ও উপপিলার ৩ নম্বরের হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্তের বিপরীতে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের তিলক ক্যাম্পের সদস্যরা তিনজনকে পুশ ইন করে। বিজিবি এই তিনজনকে আটক করে হাতীবান্ধা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠানোর সময় বিজিবি ও স্থানীয়রা প্রতিহত করেন। উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত