পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টাব্যাপী বৈঠকটি উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পানবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সীমান্তসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিএসএফকে সমন্বয় সভায় অংশ নেওয়ার আহ্বান জানায় বিজিবি। সভায় বাংলাদেশের পক্ষে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ আট সদস্যের এবং ভারতের পক্ষে জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ডিআইজি রাজিব গৌতম ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আলোচনাসভায় বিএসএফের পক্ষ থেকে সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, দুষ্কৃতকারীর ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কাটা, বাংলাদেশি সীমান্ত এলাকার বাসিন্দাদের শূন্যরেখায় গবাদিপশু চরানো, যেকোনো সমস্যা হলে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল অথবা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান, ভারতীয় জমির ফসল যাতে বাংলাদেশি নাগরিকেরা না কাটে, চোরাকারবারিদের বিএসএফের ওপর আক্রমণ বন্ধ করা ও দহগ্রাম এবং কুচলিবাড়ী সীমান্তে চোরাচালান বন্ধ করার প্রসঙ্গ তোলা হয়।
অন্যদিকে বিজিবির পক্ষ থেকে চোরাকারবারি আটক করলে আইনি ব্যবস্থা গ্রহণ, সীমান্তে গুলি করে নিরীহ জনগণকে হত্যা না করা, যেকোনো বিষয়ে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল এবং পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান নিয়ে আলোচনা করা হয়।

উল্লিখিত বিষয়গুলো নিয়ে উভয় বাহিনী বিস্তর আলোচনা করে একমত পোষণ করে বলে বিজিবির সূত্র জানিয়েছে।
সমন্বয় সভায় বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন রংপুর বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম প্রমুখ।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টাব্যাপী বৈঠকটি উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পানবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সীমান্তসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিএসএফকে সমন্বয় সভায় অংশ নেওয়ার আহ্বান জানায় বিজিবি। সভায় বাংলাদেশের পক্ষে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ আট সদস্যের এবং ভারতের পক্ষে জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ডিআইজি রাজিব গৌতম ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আলোচনাসভায় বিএসএফের পক্ষ থেকে সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, দুষ্কৃতকারীর ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কাটা, বাংলাদেশি সীমান্ত এলাকার বাসিন্দাদের শূন্যরেখায় গবাদিপশু চরানো, যেকোনো সমস্যা হলে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল অথবা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান, ভারতীয় জমির ফসল যাতে বাংলাদেশি নাগরিকেরা না কাটে, চোরাকারবারিদের বিএসএফের ওপর আক্রমণ বন্ধ করা ও দহগ্রাম এবং কুচলিবাড়ী সীমান্তে চোরাচালান বন্ধ করার প্রসঙ্গ তোলা হয়।
অন্যদিকে বিজিবির পক্ষ থেকে চোরাকারবারি আটক করলে আইনি ব্যবস্থা গ্রহণ, সীমান্তে গুলি করে নিরীহ জনগণকে হত্যা না করা, যেকোনো বিষয়ে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল এবং পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান নিয়ে আলোচনা করা হয়।

উল্লিখিত বিষয়গুলো নিয়ে উভয় বাহিনী বিস্তর আলোচনা করে একমত পোষণ করে বলে বিজিবির সূত্র জানিয়েছে।
সমন্বয় সভায় বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন রংপুর বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম প্রমুখ।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
২৬ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৩৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে