লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মাদ্রাসাশিক্ষার্থী ছামিন হোসেনের (৭) মৃত্যুর ঘটনায় আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। আজ বুধবার আটক হওয়া শিক্ষক মাহমুদুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নিহত শিক্ষার্থীর বাবা হুমায়ুন মাতব্বর বাদী হয়ে এই মামলা করেন। মামলায় শিক্ষক মাহমুদুর রহমান, তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, শিক্ষার্থী ছামিন হোসেন মৃত্যুর ঘটনায় আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আটক মাহমুদুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
তথ্যমতে, গতকাল পড়া মুখস্থ না করায় মাদ্রাসার ওই শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে শিক্ষার্থীর মৃত্যুর খবর জানার পর অভিভাবকেরা তাঁদের সন্তানদের নিতে মাদ্রাসার সামনে ভিড় করেন। অনেককে ক্ষিপ্ত হয়ে সন্তানদের নিয়ে যেতে দেখা গেছে। তবে মাদ্রাসার অধ্যক্ষ বসির আহমদের দাবি, ছামিন হিফজ বিভাগে পড়ছে। তবে তাকে শাসন করতে গতকাল সকালে কয়েকটি বেত মারা হয়। সে টয়লেটের ভেতর গিয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে নির্যাতনে মারা যায়নি।
অপরদিকে শিক্ষার্থীর মা জয়নব ও বাবা হুমায়ুন মাতব্বর অভিযোগ করে বলেন, ছামিন আত্মহত্যা করেনি। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শিক্ষক মাহমুদুর রহমানসহ অন্যরা তাকে বেদম মারধর করে হত্যা করে। ৭ বছর বয়সের বাচ্চা আত্মহত্যা করবে, এটি বিশ্বাসযোগ্য নয়। অভিযুক্ত শিক্ষকদের দৃষ্টান্তমূলক বিচার চান নিহতের বাবা-মাসহ স্বজনেরা।

লক্ষ্মীপুরে মাদ্রাসাশিক্ষার্থী ছামিন হোসেনের (৭) মৃত্যুর ঘটনায় আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। আজ বুধবার আটক হওয়া শিক্ষক মাহমুদুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নিহত শিক্ষার্থীর বাবা হুমায়ুন মাতব্বর বাদী হয়ে এই মামলা করেন। মামলায় শিক্ষক মাহমুদুর রহমান, তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, শিক্ষার্থী ছামিন হোসেন মৃত্যুর ঘটনায় আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আটক মাহমুদুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
তথ্যমতে, গতকাল পড়া মুখস্থ না করায় মাদ্রাসার ওই শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে শিক্ষার্থীর মৃত্যুর খবর জানার পর অভিভাবকেরা তাঁদের সন্তানদের নিতে মাদ্রাসার সামনে ভিড় করেন। অনেককে ক্ষিপ্ত হয়ে সন্তানদের নিয়ে যেতে দেখা গেছে। তবে মাদ্রাসার অধ্যক্ষ বসির আহমদের দাবি, ছামিন হিফজ বিভাগে পড়ছে। তবে তাকে শাসন করতে গতকাল সকালে কয়েকটি বেত মারা হয়। সে টয়লেটের ভেতর গিয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে নির্যাতনে মারা যায়নি।
অপরদিকে শিক্ষার্থীর মা জয়নব ও বাবা হুমায়ুন মাতব্বর অভিযোগ করে বলেন, ছামিন আত্মহত্যা করেনি। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শিক্ষক মাহমুদুর রহমানসহ অন্যরা তাকে বেদম মারধর করে হত্যা করে। ৭ বছর বয়সের বাচ্চা আত্মহত্যা করবে, এটি বিশ্বাসযোগ্য নয়। অভিযুক্ত শিক্ষকদের দৃষ্টান্তমূলক বিচার চান নিহতের বাবা-মাসহ স্বজনেরা।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে