Ajker Patrika

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

লক্ষ্মীপুর প্রতিনিধি
টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোডে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।

এখানে ক্রেতারা সাড়ে ৪০০ টাকায় পাচ্ছেন দুই কেজি ভোজ্যতেল, এক কেজি মসুরের ডাল, এক কেজি চিনি ও এক কেজি ছোলা। বর্তমান বাজারমূল্যের চেয়ে অর্ধেক দামে এসব পণ্য পেয়ে খুশি সাধারণ মানুষ। উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস প্রমুখ।

সকাল থেকে টিসিবির পণ্য নিতে ট্রাকের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। একই অবস্থায় দালাল বাজার, দক্ষিণ হামছাদী, উত্তর হামছাদী ও চররুহিতাসহ পাঁচটি স্থানে ট্রাকে করে দেওয়া হচ্ছে এসব টিসিবি পণ্য। তবে কম দামে সিটিবি পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ।

টিসিবির পণ্য নিতে আসা রহিম উল্যাহ ও ছকিনা বেগম জানান, যেভাবে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। এতে নিম্ন আয়ের মানুষের চরম কষ্টের মধ্য দিয়ে দিন যাচ্ছে। এখন সরকার যে উদ্যোগ নিয়েছে, এটি একটি ভালো উদ্যোগ। রমজানে কম দামে পণ্য পেয়ে খুশি। তবে এটি যেন সারা বছর দেওয়া হয়। তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, ৫ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়ে পুরো রমজান মাস চলবে। পাঁচটি স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য দেওয়া হচ্ছে। ৪৫০ টাকায় পাচ্ছেন এক কেজি চিনি, এক কেজি ছোলা, এক কেজি মসুরের ডাল ও ভোজ্যতেল দুই কেজি। সপ্তাহে পাঁচ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে টিসিবি বিক্রি। নির্ধারিত সময়ের মধ্যে যে কেউ নিতে পারবে এসব পণ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত