রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২২ আগস্ট থেকে সারা দেশে কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আগামীকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে জনসমাবেশের ডাক দেয় দলটি। উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে একই স্থানে একই সময়ে শোকসভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। মাসব্যাপী কেন্দ্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে এই সভা করা হবে বলে গতকাল সোমবার রাতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান।
এ নিয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ‘আমাদের জনসমাবেশের কর্মসূচি পূর্বনির্ধারিত। সে অনুযায়ী আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো মূল্যে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের সমাবেশ সম্পন্ন করব। এরই মধ্যে সমাবেশের বিষয়টি লিখিতভাবে জেলা পুলিশ সুপার ও রায়পুর থানার ওসিকে অবহিত করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধার সৃষ্টি করতে আওয়ামী লীগ এ ধরনের হঠকারী কর্মসূচি দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়।’
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘বাসস্ট্যান্ডে আমাদের নির্ধারিত শোকসভা ও বিক্ষোভ মিছিল করা হবে। শান্তিপূর্ণ রায়পুরে বিএনপিকে কোনো অশান্তি করতে দেওয়া হবে না। বিএনপি সেখানে জনসভার নামে অরাজকতা ও বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।’
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ ও শোকসভা করার জন্য আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের পক্ষ থেকে আমাদের লিখিতভাবে অবহিত করা হয়েছে। সমাবেশ করতে দেওয়া-না দেওয়া কোনোটিই এখনো সিদ্ধান্ত হয়নি। যেকোনো সংঘাতময় পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২২ আগস্ট থেকে সারা দেশে কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আগামীকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে জনসমাবেশের ডাক দেয় দলটি। উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে একই স্থানে একই সময়ে শোকসভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। মাসব্যাপী কেন্দ্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে এই সভা করা হবে বলে গতকাল সোমবার রাতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান।
এ নিয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ‘আমাদের জনসমাবেশের কর্মসূচি পূর্বনির্ধারিত। সে অনুযায়ী আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো মূল্যে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের সমাবেশ সম্পন্ন করব। এরই মধ্যে সমাবেশের বিষয়টি লিখিতভাবে জেলা পুলিশ সুপার ও রায়পুর থানার ওসিকে অবহিত করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধার সৃষ্টি করতে আওয়ামী লীগ এ ধরনের হঠকারী কর্মসূচি দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়।’
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘বাসস্ট্যান্ডে আমাদের নির্ধারিত শোকসভা ও বিক্ষোভ মিছিল করা হবে। শান্তিপূর্ণ রায়পুরে বিএনপিকে কোনো অশান্তি করতে দেওয়া হবে না। বিএনপি সেখানে জনসভার নামে অরাজকতা ও বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।’
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ ও শোকসভা করার জন্য আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের পক্ষ থেকে আমাদের লিখিতভাবে অবহিত করা হয়েছে। সমাবেশ করতে দেওয়া-না দেওয়া কোনোটিই এখনো সিদ্ধান্ত হয়নি। যেকোনো সংঘাতময় পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে