লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ-শেখপুর সড়কের রহমতখালী খালের ওপর নির্মিত সেতু স্রোতের তোড়ে ভেঙে পড়েছে। স্থানীয় যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন ৬ বিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থী। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য নিয়ে বিপাকে পড়েছেন আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে রহমতখালী খালের ওপর ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে ১৯ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়। সাম্প্রতিক বন্যায় স্রোতের তোড়ে সেতুর দক্ষিণাংশের মাটি সরে যায়। গত রোববার বিকেলে হঠাৎ দক্ষিণ পাশের সড়কসহ সেতুর মাঝামাঝি পর্যন্ত ধসে পড়ে। এতে যানচলাচল বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সেতুটি দিয়ে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, শেখপুর, রাজাপুর, রামকৃষ্ণপুর, চরশাহী, বসুরহাট ও পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর কিছু এলাকার প্রায় দুই লাখের বেশি মানুষ যাতায়াত করে। এ ছাড়া কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ও প্রতাবগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ ছয়টি শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী যাতায়াত করে। সেতু ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
কফিল উদ্দিন ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হুমায়রা বেগম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাসান বলেন, সেতুর উত্তর পাশে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক, দক্ষিণ পাশে কফিল উদ্দিন ডিগ্রি কলেজ। শুধুমাত্র কফিল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার। এ ছাড়া আরও অন্য ৫টি শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে। সেতুটি ভেঙে যাওয়ার পর কলেজের প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করার পর এখন পাঠদানও বন্ধ রয়েছে। কবে নাগাদ সেতু নির্মাণ বা বিকল্প পথের ব্যবস্থা হবে, তাও নিশ্চিত নয়।
সেতু ভেঙে যাওয়ায় কলেজের পাঁচ হাজার শিক্ষার্থী যাতায়াত করতে পারছেন বলে জানান কফিল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রিয়ব্রত চৌধুরী। তিনি বলেন, ‘কলেজের বিভিন্ন পরীক্ষা স্থগিত করার পর এখন পুরোপুরি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই বিষয়ে পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’ দ্রুত বিকল্প পথের ব্যবস্থা করে পড়ালেখার পরিবেশ তৈরির দাবি জানান তিনি।
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লক্ষ্মীপুর-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সেতুটি পুনরায় নির্মাণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন যাতায়াতের জন্য বিকল্প হিসেবে বেইলি সেতুর ব্যবস্থা করার জন্য স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী (এলজিআরডি) ইমরামুল হক বলেন, রহমতখালী খালে তীব্র স্রোতে সেতুটি ধসে পড়েছে। জনগুরুত্ব বিবেচনায় এখানে ৩০ মিটার দৈর্ঘ্যের একটি নতুন সেতু নির্মাণ ও সাময়িক চলাচলের বিকল্প ব্যবস্থা করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ-শেখপুর সড়কের রহমতখালী খালের ওপর নির্মিত সেতু স্রোতের তোড়ে ভেঙে পড়েছে। স্থানীয় যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন ৬ বিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থী। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য নিয়ে বিপাকে পড়েছেন আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে রহমতখালী খালের ওপর ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে ১৯ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়। সাম্প্রতিক বন্যায় স্রোতের তোড়ে সেতুর দক্ষিণাংশের মাটি সরে যায়। গত রোববার বিকেলে হঠাৎ দক্ষিণ পাশের সড়কসহ সেতুর মাঝামাঝি পর্যন্ত ধসে পড়ে। এতে যানচলাচল বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সেতুটি দিয়ে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, শেখপুর, রাজাপুর, রামকৃষ্ণপুর, চরশাহী, বসুরহাট ও পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর কিছু এলাকার প্রায় দুই লাখের বেশি মানুষ যাতায়াত করে। এ ছাড়া কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ও প্রতাবগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ ছয়টি শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী যাতায়াত করে। সেতু ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
কফিল উদ্দিন ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হুমায়রা বেগম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাসান বলেন, সেতুর উত্তর পাশে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক, দক্ষিণ পাশে কফিল উদ্দিন ডিগ্রি কলেজ। শুধুমাত্র কফিল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার। এ ছাড়া আরও অন্য ৫টি শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে। সেতুটি ভেঙে যাওয়ার পর কলেজের প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করার পর এখন পাঠদানও বন্ধ রয়েছে। কবে নাগাদ সেতু নির্মাণ বা বিকল্প পথের ব্যবস্থা হবে, তাও নিশ্চিত নয়।
সেতু ভেঙে যাওয়ায় কলেজের পাঁচ হাজার শিক্ষার্থী যাতায়াত করতে পারছেন বলে জানান কফিল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রিয়ব্রত চৌধুরী। তিনি বলেন, ‘কলেজের বিভিন্ন পরীক্ষা স্থগিত করার পর এখন পুরোপুরি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই বিষয়ে পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’ দ্রুত বিকল্প পথের ব্যবস্থা করে পড়ালেখার পরিবেশ তৈরির দাবি জানান তিনি।
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লক্ষ্মীপুর-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সেতুটি পুনরায় নির্মাণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন যাতায়াতের জন্য বিকল্প হিসেবে বেইলি সেতুর ব্যবস্থা করার জন্য স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী (এলজিআরডি) ইমরামুল হক বলেন, রহমতখালী খালে তীব্র স্রোতে সেতুটি ধসে পড়েছে। জনগুরুত্ব বিবেচনায় এখানে ৩০ মিটার দৈর্ঘ্যের একটি নতুন সেতু নির্মাণ ও সাময়িক চলাচলের বিকল্প ব্যবস্থা করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে