লক্ষ্মীপুর প্রতিনিধি

টানা বর্ষণে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে আছে। গত দুই দিন ধরে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া নদী দিয়ে প্রবাহিত হয়ে লক্ষ্মীপুরে ঢুকেছে। এই পানি বাসা-বাড়িসহ বিভিন্ন স্থানে ঢুকে পড়ায় সাপের উৎপাতও বাড়ছে। গতকাল শনিবার সকাল থেকে রাত সাড়ে ৯টায় পর্যন্ত সাপের কামড় খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। এর মধ্যে দুই শিশুও রয়েছে।
আগের কয়েক দিনে আরও ৬০ জন নারী-পুরুষ ও শিশু সাপের কামড় খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা অরূপ পাল।
অরুপ পাল বলেন, বন্যায় বাড়িতে পানি ওঠার কারণে সাপের বিচরণ বাড়ছে। সাপ নিরাপদ আশ্রয়স্থল খুঁজছে। যেহেতু সব জায়গায় পানি আর পানি, তাই বাসা-বাড়িতে কোথাও জায়গা পেলে সেখানে সাপ লুকিয়ে থাকে। গত ১২ ঘণ্টায় সদর হাসপাতালে দুই শিশুসহ ১০ জন ভর্তি হয়েছে। চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবাইকে সাবধানে চলার পরামর্শ দেন তিনি।
লক্ষ্মীপুরের চারটি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী। এত দিন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ঘরবাড়ি ডুবে ছিল। গত দুই দিন ধরে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়ছে। এতে সদর উপজেলার পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলী, মান্দারী, বাঙ্গাখাঁ, উত্তর জয়পুর ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও প্রায় চার ফুট পানিতে ডুবে আছে জনপদ।
রামগতি ও কমলনগর উপজেলার চরকাদিরা-হাজীগঞ্জ বেড়ি বাঁধের পশ্চিম পাশে ভুলুয়া নদীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ২৫ দিন ধরে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা।
এদিকে রামগতি-কমলনগর ও নোয়াখালীর আন্ডারচর ও চরমটুয়া গ্রামের তিন লক্ষাধিক মানুষ জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে। এই পানি সরছে না। এদিকে পানিবন্দী এসব এলাকায় সাপ বের হয়ে এসেছে। এতে বাসা-বাড়ি ও রাস্তায় সাপের কামড় খাচ্ছে মানুষ।

টানা বর্ষণে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে আছে। গত দুই দিন ধরে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া নদী দিয়ে প্রবাহিত হয়ে লক্ষ্মীপুরে ঢুকেছে। এই পানি বাসা-বাড়িসহ বিভিন্ন স্থানে ঢুকে পড়ায় সাপের উৎপাতও বাড়ছে। গতকাল শনিবার সকাল থেকে রাত সাড়ে ৯টায় পর্যন্ত সাপের কামড় খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। এর মধ্যে দুই শিশুও রয়েছে।
আগের কয়েক দিনে আরও ৬০ জন নারী-পুরুষ ও শিশু সাপের কামড় খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা অরূপ পাল।
অরুপ পাল বলেন, বন্যায় বাড়িতে পানি ওঠার কারণে সাপের বিচরণ বাড়ছে। সাপ নিরাপদ আশ্রয়স্থল খুঁজছে। যেহেতু সব জায়গায় পানি আর পানি, তাই বাসা-বাড়িতে কোথাও জায়গা পেলে সেখানে সাপ লুকিয়ে থাকে। গত ১২ ঘণ্টায় সদর হাসপাতালে দুই শিশুসহ ১০ জন ভর্তি হয়েছে। চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবাইকে সাবধানে চলার পরামর্শ দেন তিনি।
লক্ষ্মীপুরের চারটি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী। এত দিন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ঘরবাড়ি ডুবে ছিল। গত দুই দিন ধরে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়ছে। এতে সদর উপজেলার পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলী, মান্দারী, বাঙ্গাখাঁ, উত্তর জয়পুর ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও প্রায় চার ফুট পানিতে ডুবে আছে জনপদ।
রামগতি ও কমলনগর উপজেলার চরকাদিরা-হাজীগঞ্জ বেড়ি বাঁধের পশ্চিম পাশে ভুলুয়া নদীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ২৫ দিন ধরে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা।
এদিকে রামগতি-কমলনগর ও নোয়াখালীর আন্ডারচর ও চরমটুয়া গ্রামের তিন লক্ষাধিক মানুষ জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে। এই পানি সরছে না। এদিকে পানিবন্দী এসব এলাকায় সাপ বের হয়ে এসেছে। এতে বাসা-বাড়ি ও রাস্তায় সাপের কামড় খাচ্ছে মানুষ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে