রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার হাট-বাজারের ইজারার দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আজ বুধবার পৌরসভা কার্যালয়ে ইজারার দরপত্র না পেয়ে ঠিকাদারেরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তাঁরা বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করে প্রতিকার দাবি করেন।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ আজকের পত্রিকাকে জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৪ জানুয়ারি রায়পুর পৌরসভা এলাকার হাট-বাজার, গণশৌচাগারসহ ১৩টি মহাল ইজারার জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। আজ ছিল প্রথম দফায় দরপত্র ফরম কেনার শেষ দিন। কিন্তু ওই দিন পৌরসভা কার্যালয় থেকে কোনো ঠিকাদারকে ফরম দেওয়া হয়নি।
ওই সময় পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, দরপত্র কমিটির সদস্যসচিব ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজিম ও ফরম সরবরাহের দায়িত্বে থাকা হাট-বাজার শাখার কর্মকর্তা মাহতাব উদ্দিন—তিনজনই কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ঠিকাদারেরা।
ঠিকাদার ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র গোপনে হাট-বাজার ইজারা দিতে চেয়েছিলেন। দুদিন আগে আমরা বিষয়টি জানতে পারি। আমার মতো অসংখ্য ঠিকাদার গিয়েও দরপত্র ফরম নিতে পারেননি।’
বাবুল পাঠান আরও বলেন, ‘কাউকে ফরম দেওয়া হয়নি। পরে আমরা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে প্রতিকার চাইলে তিনি বিষয়টি দেখার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) দায়িত্ব দিয়েছেন।’
পৌরসভা কার্যালয়ের হাট-বাজার শাখার কর্মকর্তা মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি মেয়র মহোদয় দেখছেন। এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’
রায়পুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘হাট-বাজার ইজারার দরপত্র আহ্বান বা ফরম দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।’
এ বিষয়ে কথা বলার জন্য পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার হাট-বাজারের ইজারার দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আজ বুধবার পৌরসভা কার্যালয়ে ইজারার দরপত্র না পেয়ে ঠিকাদারেরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তাঁরা বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করে প্রতিকার দাবি করেন।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ আজকের পত্রিকাকে জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৪ জানুয়ারি রায়পুর পৌরসভা এলাকার হাট-বাজার, গণশৌচাগারসহ ১৩টি মহাল ইজারার জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। আজ ছিল প্রথম দফায় দরপত্র ফরম কেনার শেষ দিন। কিন্তু ওই দিন পৌরসভা কার্যালয় থেকে কোনো ঠিকাদারকে ফরম দেওয়া হয়নি।
ওই সময় পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, দরপত্র কমিটির সদস্যসচিব ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজিম ও ফরম সরবরাহের দায়িত্বে থাকা হাট-বাজার শাখার কর্মকর্তা মাহতাব উদ্দিন—তিনজনই কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ঠিকাদারেরা।
ঠিকাদার ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র গোপনে হাট-বাজার ইজারা দিতে চেয়েছিলেন। দুদিন আগে আমরা বিষয়টি জানতে পারি। আমার মতো অসংখ্য ঠিকাদার গিয়েও দরপত্র ফরম নিতে পারেননি।’
বাবুল পাঠান আরও বলেন, ‘কাউকে ফরম দেওয়া হয়নি। পরে আমরা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে প্রতিকার চাইলে তিনি বিষয়টি দেখার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) দায়িত্ব দিয়েছেন।’
পৌরসভা কার্যালয়ের হাট-বাজার শাখার কর্মকর্তা মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি মেয়র মহোদয় দেখছেন। এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’
রায়পুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘হাট-বাজার ইজারার দরপত্র আহ্বান বা ফরম দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।’
এ বিষয়ে কথা বলার জন্য পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে