রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের অধিকাংশ ভোটকেন্দ্র ছিল ভোটারবিহীন। দুপুর দেড়টা পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটারদের সারি লক্ষ্য করা যায়নি। তবে এর আগেই অধিকাংশ কেন্দ্রে ২০ থেকে ২৫ শতাংশ ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে বলে জানান কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসারগণ।
সকাল ৯টা ৩২ মিনিটে পৌর নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকাল ১০টা ২৪ মিনিটে কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে দরবেশপুর ডিএসএ ইউনাইটেড একাডেমি, সকাল ১০টা ৩৬ মিনিটে লামচর ইউনিয়নের লামচর উচ্চ বিদ্যালয়, সকাল ১০টা ৪৬ মিনিটে পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকাল ১০টায় ৫৫ মিনিটে করপাড়ার শাহ-জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়, ১১টা ১০ মিনিটে একই ইউনিয়নের করপাড়া নূরে-ই মদিনা দাখিল মাদ্রাসা, ১১টা ৩৫ মিনিটে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১টা ৩৬ মিনিটে পাশের গাজীপুর রাজ্জাকিয়া উচ্চ বিদ্যালয়, দুপুর ১২টা ৩ মিনিটে দরবেশপুর উচ্চ বিদ্যালয় এবং বেলা ১২টা ১৫ মিনিটে দ্বিতীয়বারের মতো কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ঘুরে ভোটারবিহীন জনশূন্য অবস্থায় দেখা যায়।
একই দিন সকাল সাড়ে ১১টায় উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন (প্রতীক ঈগল) সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক মিজানের ওপর হামলা করা হয়েছে। আওয়ামী লীগ নেতা জাকির হাজীর নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থক এ হামলা করেন বলে অভিযোগ শামছুল হক মিজানের।
এ সময় তিনি বলেন, ‘আমি ভোটকেন্দ্রের কাছাকাছি উপস্থিত হলে চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য জাকির হাজির নেতৃত্বে বেশ কিছু যুবক আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেছি। মামলার প্রস্তুতি নিচ্ছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনো নির্বাচনের ফলাফল আসেনি, আসলে আমরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রজেক্টরের মাধ্যমে ফলাফল উপস্থিতির সামনে ঘোষণা করব।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ‘অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ হয়েছে। শামছুল হক মিজান সাহেবের ঘটনায় রামগঞ্জ থানায় কোনো অভিযোগ হয়নি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের অধিকাংশ ভোটকেন্দ্র ছিল ভোটারবিহীন। দুপুর দেড়টা পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটারদের সারি লক্ষ্য করা যায়নি। তবে এর আগেই অধিকাংশ কেন্দ্রে ২০ থেকে ২৫ শতাংশ ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে বলে জানান কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসারগণ।
সকাল ৯টা ৩২ মিনিটে পৌর নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকাল ১০টা ২৪ মিনিটে কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে দরবেশপুর ডিএসএ ইউনাইটেড একাডেমি, সকাল ১০টা ৩৬ মিনিটে লামচর ইউনিয়নের লামচর উচ্চ বিদ্যালয়, সকাল ১০টা ৪৬ মিনিটে পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকাল ১০টায় ৫৫ মিনিটে করপাড়ার শাহ-জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়, ১১টা ১০ মিনিটে একই ইউনিয়নের করপাড়া নূরে-ই মদিনা দাখিল মাদ্রাসা, ১১টা ৩৫ মিনিটে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১টা ৩৬ মিনিটে পাশের গাজীপুর রাজ্জাকিয়া উচ্চ বিদ্যালয়, দুপুর ১২টা ৩ মিনিটে দরবেশপুর উচ্চ বিদ্যালয় এবং বেলা ১২টা ১৫ মিনিটে দ্বিতীয়বারের মতো কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ঘুরে ভোটারবিহীন জনশূন্য অবস্থায় দেখা যায়।
একই দিন সকাল সাড়ে ১১টায় উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন (প্রতীক ঈগল) সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক মিজানের ওপর হামলা করা হয়েছে। আওয়ামী লীগ নেতা জাকির হাজীর নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থক এ হামলা করেন বলে অভিযোগ শামছুল হক মিজানের।
এ সময় তিনি বলেন, ‘আমি ভোটকেন্দ্রের কাছাকাছি উপস্থিত হলে চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য জাকির হাজির নেতৃত্বে বেশ কিছু যুবক আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেছি। মামলার প্রস্তুতি নিচ্ছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনো নির্বাচনের ফলাফল আসেনি, আসলে আমরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রজেক্টরের মাধ্যমে ফলাফল উপস্থিতির সামনে ঘোষণা করব।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ‘অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ হয়েছে। শামছুল হক মিজান সাহেবের ঘটনায় রামগঞ্জ থানায় কোনো অভিযোগ হয়নি।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে