লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবালের আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার চার সাংবাদিকের জামিন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এই আদেশ দেন।
এর আগে গ্রেপ্তার চার সাংবাদিককে আদালতে হাজির করা হয়। পরে দুই পক্ষের আইনজীবীর শুনানি শেষে এই আদেশ দেন বিচারক।
এই সাংবাদিকেরা হলেন, ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন, সমকালের জাকির হোসেন ও মানবকণ্ঠের শাখাওয়াত হোসেন। তাঁরা পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি।
বাদীর আইনজীবী হাছিবুর রহমান বলেন, ‘অভিযুক্তদের সাত দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত বিষয়টি আমলে নিয়ে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।’
এদিকে আজ সকালে ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে জেলা নাগরিক অধিকার ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় ব্যাংক ম্যানেজার রাহিমা বেগমও জড়িত রয়েছেন দাবি করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান নিহতের স্বজনেরা।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মোস্তফা তারেক রবিনের মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার মোস্তফা কামালের ছেলে। তাঁর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ২৮ অক্টোবর নিহতের স্ত্রী শারমিন আক্তার রিমু বাদী হয়ে চার সাংবাদিকের নামে মামলা করেন। ঘটনার দিন বিকেলেই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।
১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনার নিউজ করতে একাধিকবার তথ্য সংগ্রহ করতে ব্যাংকে যান ওই চার সাংবাদিক। এর জেরে ব্যাংক কর্মকর্তা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ নিহত ব্যাংক কর্মকর্তার স্বজনদের। তবে এসব অভিযোগ অস্বীকার করে ওই সাংবাদিকদের স্বজনদের দাবি, মিথ্যা নাটক সাজিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবালের আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার চার সাংবাদিকের জামিন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এই আদেশ দেন।
এর আগে গ্রেপ্তার চার সাংবাদিককে আদালতে হাজির করা হয়। পরে দুই পক্ষের আইনজীবীর শুনানি শেষে এই আদেশ দেন বিচারক।
এই সাংবাদিকেরা হলেন, ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন, সমকালের জাকির হোসেন ও মানবকণ্ঠের শাখাওয়াত হোসেন। তাঁরা পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি।
বাদীর আইনজীবী হাছিবুর রহমান বলেন, ‘অভিযুক্তদের সাত দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত বিষয়টি আমলে নিয়ে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।’
এদিকে আজ সকালে ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে জেলা নাগরিক অধিকার ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় ব্যাংক ম্যানেজার রাহিমা বেগমও জড়িত রয়েছেন দাবি করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান নিহতের স্বজনেরা।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মোস্তফা তারেক রবিনের মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার মোস্তফা কামালের ছেলে। তাঁর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ২৮ অক্টোবর নিহতের স্ত্রী শারমিন আক্তার রিমু বাদী হয়ে চার সাংবাদিকের নামে মামলা করেন। ঘটনার দিন বিকেলেই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।
১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনার নিউজ করতে একাধিকবার তথ্য সংগ্রহ করতে ব্যাংকে যান ওই চার সাংবাদিক। এর জেরে ব্যাংক কর্মকর্তা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ নিহত ব্যাংক কর্মকর্তার স্বজনদের। তবে এসব অভিযোগ অস্বীকার করে ওই সাংবাদিকদের স্বজনদের দাবি, মিথ্যা নাটক সাজিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে