লক্ষ্মীপুর প্রতিনিধি

জামায়াত নেতাকে হত্যার পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। পারিবারিক ও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে অব্যাহতির আবেদন করেন বলে জানা গেছে।
গত সোমবার জেলা জামায়াতের মজলিসে শুরা বৈঠকে তাঁর অব্যাহতিপত্র গ্রহণ করে নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, জেলা জামায়াতের সেক্রেটারি পারিবারিক ও অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন। পরে জামায়াতের আমির তা গ্রহণ করে নতুন সেক্রেটারি মনোনীত করেছেন।
জানতে চাইলে জামায়াতের নেতা ফারুক হোসাইন নুরনবী বলেন, ‘দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। কিন্তু জামায়াত ইসলামের সঙ্গে আছি এবং থাকব। তবে জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের দায়িত্বে আছি।’
এর আগে ৫ জুন সদর উপজেলার রাজিবপুর এলাকায় স্থানীয় জামায়াত নেতা ও মসজিদের ইমাম কাউছার আহমেদ প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় বিএনপির ১২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে সদর থানায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এই মামলায় চট্টগ্রাম থেকে মো. বাবুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর জেরে গত সোমবার জেলা বিএনপির ব্যানারে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করে বলেন, স্বাভাবিক মৃত্যুকে রাজনৈতিক রূপ দিয়ে অস্থিতিশীল করছে জামায়াত। এ ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
পরদিন বিএনপিকে দায়ী করে পাল্টা সংবাদ সম্মেলন করে জেলা জামায়াত। এতে জামায়াত নেতা ড. রেজাউল করিম অভিযোগ করে বলেন, মসজিদের ইমাম ও জামায়াত নেতা কাউছার আহমেদ মিলনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না।
এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দায়ী করেন তিনি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এরপর এই জামায়াত নেতার পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

জামায়াত নেতাকে হত্যার পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। পারিবারিক ও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে অব্যাহতির আবেদন করেন বলে জানা গেছে।
গত সোমবার জেলা জামায়াতের মজলিসে শুরা বৈঠকে তাঁর অব্যাহতিপত্র গ্রহণ করে নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, জেলা জামায়াতের সেক্রেটারি পারিবারিক ও অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন। পরে জামায়াতের আমির তা গ্রহণ করে নতুন সেক্রেটারি মনোনীত করেছেন।
জানতে চাইলে জামায়াতের নেতা ফারুক হোসাইন নুরনবী বলেন, ‘দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। কিন্তু জামায়াত ইসলামের সঙ্গে আছি এবং থাকব। তবে জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের দায়িত্বে আছি।’
এর আগে ৫ জুন সদর উপজেলার রাজিবপুর এলাকায় স্থানীয় জামায়াত নেতা ও মসজিদের ইমাম কাউছার আহমেদ প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় বিএনপির ১২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে সদর থানায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এই মামলায় চট্টগ্রাম থেকে মো. বাবুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর জেরে গত সোমবার জেলা বিএনপির ব্যানারে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করে বলেন, স্বাভাবিক মৃত্যুকে রাজনৈতিক রূপ দিয়ে অস্থিতিশীল করছে জামায়াত। এ ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
পরদিন বিএনপিকে দায়ী করে পাল্টা সংবাদ সম্মেলন করে জেলা জামায়াত। এতে জামায়াত নেতা ড. রেজাউল করিম অভিযোগ করে বলেন, মসজিদের ইমাম ও জামায়াত নেতা কাউছার আহমেদ মিলনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না।
এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দায়ী করেন তিনি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এরপর এই জামায়াত নেতার পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৫ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৩১ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে