লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু দুটি হলো শাহজাহানের মেয়ে খাদিজা আক্তার (২) ও শাহজাহানের চাচাতো ভাই ইমরান হোসেনের ছেলে তফসির হোসেন (২)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দুই শিশুদের চাচা বাবুল পাটওয়ারী।
পুলিশ, এলাকাবাসী ও শিশু দুটির স্বজনেরা জানিয়েছেন, আজ দুপুরের দিকে বাড়ির উঠানে কোরবানির গরু বেঁধে রাখা ছিল। অন্য শিশুদের সঙ্গে খাদিজা ও তফসির হোসেন সেখানে খেলা করছিল। তারা গরুকে ঘাস, পাতা এনে খাওয়াচ্ছিল। হঠাৎ তারা সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনের পুকুর নেমে আর উঠতে পারেনি। এতে দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়।
অনেকক্ষণ তাদের না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে চন্দ্রগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্তে ছাড়া শিশু দুটির দাফন করতে কোনো সমস্যা নেই। এখন চারদিকে বৃষ্টির পানি রয়েছে। তাই প্রত্যেকটি পরিবার শিশু সন্তানদের নিয়ে সচেতন হতে হবে। এর বিকল্প নেই।
এর তিন দিন আগে সদর উপজেলায় পানিতে ডুবে আরও তিন শিশু মারা যায়। এ নিয়ে সদর হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন থানার তথ্যসূত্রে গত এক বছরে ১১৬ শিশু পানিতে ডুবে মারা যায়।

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু দুটি হলো শাহজাহানের মেয়ে খাদিজা আক্তার (২) ও শাহজাহানের চাচাতো ভাই ইমরান হোসেনের ছেলে তফসির হোসেন (২)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দুই শিশুদের চাচা বাবুল পাটওয়ারী।
পুলিশ, এলাকাবাসী ও শিশু দুটির স্বজনেরা জানিয়েছেন, আজ দুপুরের দিকে বাড়ির উঠানে কোরবানির গরু বেঁধে রাখা ছিল। অন্য শিশুদের সঙ্গে খাদিজা ও তফসির হোসেন সেখানে খেলা করছিল। তারা গরুকে ঘাস, পাতা এনে খাওয়াচ্ছিল। হঠাৎ তারা সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনের পুকুর নেমে আর উঠতে পারেনি। এতে দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়।
অনেকক্ষণ তাদের না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে চন্দ্রগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্তে ছাড়া শিশু দুটির দাফন করতে কোনো সমস্যা নেই। এখন চারদিকে বৃষ্টির পানি রয়েছে। তাই প্রত্যেকটি পরিবার শিশু সন্তানদের নিয়ে সচেতন হতে হবে। এর বিকল্প নেই।
এর তিন দিন আগে সদর উপজেলায় পানিতে ডুবে আরও তিন শিশু মারা যায়। এ নিয়ে সদর হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন থানার তথ্যসূত্রে গত এক বছরে ১১৬ শিশু পানিতে ডুবে মারা যায়।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে