Ajker Patrika

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু দুটি হলো শাহজাহানের মেয়ে খাদিজা আক্তার (২) ও শাহজাহানের চাচাতো ভাই ইমরান হোসেনের ছেলে তফসির হোসেন (২)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দুই শিশুদের চাচা বাবুল পাটওয়ারী।

পুলিশ, এলাকাবাসী ও শিশু দুটির স্বজনেরা জানিয়েছেন, আজ দুপুরের দিকে বাড়ির উঠানে কোরবানির গরু বেঁধে রাখা ছিল। অন্য শিশুদের সঙ্গে খাদিজা ও তফসির হোসেন সেখানে খেলা করছিল। তারা গরুকে ঘাস, পাতা এনে খাওয়াচ্ছিল। হঠাৎ তারা সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনের পুকুর নেমে আর উঠতে পারেনি। এতে দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়।

অনেকক্ষণ তাদের না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে চন্দ্রগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্তে ছাড়া শিশু দুটির দাফন করতে কোনো সমস্যা নেই। এখন চারদিকে বৃষ্টির পানি রয়েছে। তাই প্রত্যেকটি পরিবার শিশু সন্তানদের নিয়ে সচেতন হতে হবে। এর বিকল্প নেই।

এর তিন দিন আগে সদর উপজেলায় পানিতে ডুবে আরও তিন শিশু মারা যায়। এ নিয়ে সদর হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন থানার তথ্যসূত্রে গত এক বছরে ১১৬ শিশু পানিতে ডুবে মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত