লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. আনোয়ার হোসেন খাঁন ও স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারী) রাতে উপজেলার দরবেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেনসহ ১০ জন আহত হয়েছে। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে ৪ জনকে ভর্তি ও ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দরবেশপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকের সমর্থনে গণসংযোগ করা হচ্ছিল। এ সময় নৌকার প্রার্থী ডা. আনোয়ার হোসেন খানের সমর্থনে সেখানে পাল্টা গণসংযোগ শুরু করে সমর্থকেরা। একপর্যায়ে নৌকার পক্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এ নিয়ে দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, আলমগীর হোসেন শেখ, ফিরোজ আলম ভুট্টু, আনোয়ার হোসেন ও মো. নুরু মোল্লাসহ ১০ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন অভিযোগ করে বলেন, গণসংযোগ শুরু হওয়ার পর থেকে নৌকার প্রার্থীর লোকজন আমার সমর্থকদের ওপর হামলা অব্যাহত রেখেছে। গণসংযোগ চলাকালীন সময়ে হামলা চালিয়ে ১০ জনকে আহত করে। এর আগে একইদিন সকালে পশ্চিম বিঘা এলাকায় গণসংযোগ চালানোর সময় নারী কর্মী শাহনাজ খানমের হাত ভেঙে দেয় নৌকার লোকজন।
তবে নৌকার প্রার্থী ডা. আনোয়ার হোসেন খাঁন অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, স্বতন্ত্র প্রার্থী পবনের সমর্থকেরা নৌকার সমর্থকদের ওপর হামলা করেছে। এছাড়া আমাকে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয় আমি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান হোসেন বলেন, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সকালে নারী কর্মীর হাত ভেঙে দেওয়ার অভিযোগে রাকিব হোসেন ও মমিনুল আলম ওরফে ইমনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. আনোয়ার হোসেন খাঁন ও স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারী) রাতে উপজেলার দরবেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেনসহ ১০ জন আহত হয়েছে। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে ৪ জনকে ভর্তি ও ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দরবেশপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকের সমর্থনে গণসংযোগ করা হচ্ছিল। এ সময় নৌকার প্রার্থী ডা. আনোয়ার হোসেন খানের সমর্থনে সেখানে পাল্টা গণসংযোগ শুরু করে সমর্থকেরা। একপর্যায়ে নৌকার পক্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এ নিয়ে দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, আলমগীর হোসেন শেখ, ফিরোজ আলম ভুট্টু, আনোয়ার হোসেন ও মো. নুরু মোল্লাসহ ১০ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন অভিযোগ করে বলেন, গণসংযোগ শুরু হওয়ার পর থেকে নৌকার প্রার্থীর লোকজন আমার সমর্থকদের ওপর হামলা অব্যাহত রেখেছে। গণসংযোগ চলাকালীন সময়ে হামলা চালিয়ে ১০ জনকে আহত করে। এর আগে একইদিন সকালে পশ্চিম বিঘা এলাকায় গণসংযোগ চালানোর সময় নারী কর্মী শাহনাজ খানমের হাত ভেঙে দেয় নৌকার লোকজন।
তবে নৌকার প্রার্থী ডা. আনোয়ার হোসেন খাঁন অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, স্বতন্ত্র প্রার্থী পবনের সমর্থকেরা নৌকার সমর্থকদের ওপর হামলা করেছে। এছাড়া আমাকে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয় আমি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান হোসেন বলেন, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সকালে নারী কর্মীর হাত ভেঙে দেওয়ার অভিযোগে রাকিব হোসেন ও মমিনুল আলম ওরফে ইমনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৪১ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে