রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে লেজার মেশিনে ৩ বছর বয়সী এক শিশুর সুন্নতে খতনা করাতে গিয়ে পুরুষাঙ্গ পুড়ে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শিশুর নানা আনোয়ার হোসেন।
গত সোমবার (৩১ জুলাই) বিকেলে রামগঞ্জ ইসলামিয়া হাসপাতালের (প্রাইভেট) ডিএমএফ চিকিৎসক ডাক্তার মো. সরোয়ার হোসেন, হসপিটালের পরিচালক সাইফুল্লাহ মানিক, রবিউল আলম রিয়াজ ও ডাক্তারের সহযোগী আবদুল্লাহ আল মাহমুদকে আসামি করে এ মামলা করা হয়।
শিশু মাহাদির নানা আনোয়ার হোসেন জানান, তাঁর নাতিকে সুন্নতে খতনা করানোর জন্য গত ৩১ মে দুপুর সাড়ে ১২টার দিকে রামগঞ্জ শিশুপার্ক সংলগ্ন রামগঞ্জ ইসলামিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুরে উল্লেখিত চিকিৎসক ও তার সহযোগীরা লেজার মেশিনে শিশুটির মুসলমানি করানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়।
আনোয়ার হোসেন বলেন, ‘কিছুক্ষণ পর আমার নাতির আর্তচিৎকারে ভেসে আসলে আমরা বিচলিত হয়ে পড়ি। আমরা দ্রুত বিষয়টি জানার জন্য অপারেশন থিয়েটারে গিয়ে দেখি নাতির পুরুষাঙ্গ সম্পূর্ণ পুড়ে গেছে। ওই দিনই নাতিকে নোয়াখালীর ডাক্তার ট্রাস্ট ওয়ান হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ৩ দিন পর ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নাতি অদ্যাবধি সেখানেই ভর্তি রয়েছে।’
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ইলেকট্রিক মেশিনের অতিরিক্ত তাপের কারণে তার পুরুষাঙ্গ সম্পূর্ণ পুড়ে গেছে।
আনোয়ার হোসেন আরও বলেন, ‘স্থানীয় কিছু লোকজন বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য চাপ দিচ্ছে। এদিকে নাতি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আমরা তার চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলাম। পরে সোমবার আদালতে মামলা করেছি। এ ঘটনার উচিত বিচার চাই।’
এ ব্যাপারে ইসলামিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার মোবাইলে কল দেওয়ার পর সবগুলো নম্বর বন্ধ পাওয়া গেছে। পরবর্তীতে সরেজমিনে ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, মামলার হওয়ার পর থেকে হাসপাতালে মালিক পক্ষের লোকজন খুব একটা আসছেন না।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আহম্মেদ কবীর বলেন, ‘আমি এ মামলার ঘটনাটি জানি না। মামলার কপি হাতে পেলে অবশ্যই বিধি মতে ব্যবস্থা নেওয়া হবে। আর ডিএমএফ চিকিৎসক এ ধরনের অপারেশন বা সুন্নতে খতনা করাতে পারেন না।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘আমি এখনো ইসলামিয়া হাসপাতালের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কপি হাতে পাইনি।’

লক্ষ্মীপুরের রামগঞ্জে লেজার মেশিনে ৩ বছর বয়সী এক শিশুর সুন্নতে খতনা করাতে গিয়ে পুরুষাঙ্গ পুড়ে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শিশুর নানা আনোয়ার হোসেন।
গত সোমবার (৩১ জুলাই) বিকেলে রামগঞ্জ ইসলামিয়া হাসপাতালের (প্রাইভেট) ডিএমএফ চিকিৎসক ডাক্তার মো. সরোয়ার হোসেন, হসপিটালের পরিচালক সাইফুল্লাহ মানিক, রবিউল আলম রিয়াজ ও ডাক্তারের সহযোগী আবদুল্লাহ আল মাহমুদকে আসামি করে এ মামলা করা হয়।
শিশু মাহাদির নানা আনোয়ার হোসেন জানান, তাঁর নাতিকে সুন্নতে খতনা করানোর জন্য গত ৩১ মে দুপুর সাড়ে ১২টার দিকে রামগঞ্জ শিশুপার্ক সংলগ্ন রামগঞ্জ ইসলামিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুরে উল্লেখিত চিকিৎসক ও তার সহযোগীরা লেজার মেশিনে শিশুটির মুসলমানি করানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়।
আনোয়ার হোসেন বলেন, ‘কিছুক্ষণ পর আমার নাতির আর্তচিৎকারে ভেসে আসলে আমরা বিচলিত হয়ে পড়ি। আমরা দ্রুত বিষয়টি জানার জন্য অপারেশন থিয়েটারে গিয়ে দেখি নাতির পুরুষাঙ্গ সম্পূর্ণ পুড়ে গেছে। ওই দিনই নাতিকে নোয়াখালীর ডাক্তার ট্রাস্ট ওয়ান হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ৩ দিন পর ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নাতি অদ্যাবধি সেখানেই ভর্তি রয়েছে।’
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ইলেকট্রিক মেশিনের অতিরিক্ত তাপের কারণে তার পুরুষাঙ্গ সম্পূর্ণ পুড়ে গেছে।
আনোয়ার হোসেন আরও বলেন, ‘স্থানীয় কিছু লোকজন বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য চাপ দিচ্ছে। এদিকে নাতি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আমরা তার চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলাম। পরে সোমবার আদালতে মামলা করেছি। এ ঘটনার উচিত বিচার চাই।’
এ ব্যাপারে ইসলামিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার মোবাইলে কল দেওয়ার পর সবগুলো নম্বর বন্ধ পাওয়া গেছে। পরবর্তীতে সরেজমিনে ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, মামলার হওয়ার পর থেকে হাসপাতালে মালিক পক্ষের লোকজন খুব একটা আসছেন না।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আহম্মেদ কবীর বলেন, ‘আমি এ মামলার ঘটনাটি জানি না। মামলার কপি হাতে পেলে অবশ্যই বিধি মতে ব্যবস্থা নেওয়া হবে। আর ডিএমএফ চিকিৎসক এ ধরনের অপারেশন বা সুন্নতে খতনা করাতে পারেন না।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘আমি এখনো ইসলামিয়া হাসপাতালের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কপি হাতে পাইনি।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে