Ajker Patrika

লক্ষ্মীপুরে দুই থানা, উপজেলা ভবনসহ বিভিন্ন স্থানে আগুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১২: ১৩
লক্ষ্মীপুরে দুই থানা, উপজেলা ভবনসহ বিভিন্ন স্থানে আগুন

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ থানা ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার দুটি থানা, রামগঞ্জ উপজেলা ভবনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার সকালেও থমথমে অবস্থা বিরাজ করছে। 

সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুর বাসভবনে আগুন দেয় উত্তেজিত জনতা। এ ছাড়া তারা লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ আলম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুর বাড়িতেও অগ্নিসংযোগ করে। এদিকে থানায় আগুন দেওয়ার সময় সামনে কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।

এদিকে লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কারাগার থেকে নেতা-কর্মীদের শান্ত থাকার জন্য আহ্বান জানান। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে মাইকিং করে নেতা-কর্মীদের শান্ত থাকা ও সহিংসতা না করতে নির্দেশনা দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে। একই আহ্বান জানান জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূইয়া। 

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ‘আমাদের দুই থানায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ক্ষয়ক্ষতি ও লুটপাটের ঘটনা নিরূপণ করা সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত