রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে একসঙ্গে বিপুল পরিমাণ পানি আকাশের দিকে উঠতে দেখা গেছে। দৃশ্যটি মোবাইল ফোনে ক্যামেরাবন্দী করেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। ঘটনাটি প্রায় দেড় মিনিটের মতো স্থায়ী হয় বলে জানান তাঁরা। আবহাওয়া পর্যবেক্ষক বলছেন, এটি জলস্তম্ভ বা ‘ওয়াটারস্পাউট’।
গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টাংকি বাজার মাছঘাট এলাকার মেঘনা নদী থেকে দৃশ্যটি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন স্থানীয়রা। আর এই ছবি ও ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মেঘনা নদীতে এ ঘটনার ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন স্থানীয় টাংকি বাজার মাছঘাটের ব্যবসায়ী মজিদ হোসেন ওমর। তিনি জানান, ঘটনার সময় তাঁরা কয়েকজন নদী পাড়ে বসে ছিলেন। এমন সময় হঠাৎ দেখতে পান মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ পানি আকাশে উঠে যাচ্ছে। এ সময় তিনিসহ অনেকে মোবাইল ফোনের ক্যামেরায় এই দৃশ্য ধারণ করে রাখেন। অনেকেই ফেসবুকে তা আপলোড করে দিয়েছেন। ঘটনাটি প্রায় দেড় মিনিটের মতো স্থায়ী ছিল।
মজিদ হোসেন বলেন, ‘পানি জোয়ারের টানের মতো আকাশের দিকে উঠে যাচ্ছিল। এ সময় আকাশ কালচে রঙের হয়ে যায়। নদী থেকে আকাশের দিকে পানির পিলারের মতো তৈরি হয়েছিল। এটা মেঘনার তীরের লোকজন কৌতূহল নিয়ে দেখতে থাকে।’
স্থানীয় যুবক আরিফ হোসেন সজীব জানায়, মেঘনায় এ দৃশ্য বিরল, আগে কখনো এমন দেখা যায়নি। শুক্রবার এ ঘটনার সময় আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে পড়ে।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, গত জুলাই মাসের ২৩ তারিখে মৌলভীবাজারের হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার চাতলার চাতলবিল এলাকায় এমন একটি দৃশ্য দেখতে পান তীরবর্তী এলাকার বাসিন্দারা।
এ বিষয়ে রামগতি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো. সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। আবহাওয়া বিজ্ঞানে এমন ঘটনাকে জলস্তম্ভ বা “ওয়াটারস্পাউট” বলে।’

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে একসঙ্গে বিপুল পরিমাণ পানি আকাশের দিকে উঠতে দেখা গেছে। দৃশ্যটি মোবাইল ফোনে ক্যামেরাবন্দী করেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। ঘটনাটি প্রায় দেড় মিনিটের মতো স্থায়ী হয় বলে জানান তাঁরা। আবহাওয়া পর্যবেক্ষক বলছেন, এটি জলস্তম্ভ বা ‘ওয়াটারস্পাউট’।
গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টাংকি বাজার মাছঘাট এলাকার মেঘনা নদী থেকে দৃশ্যটি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন স্থানীয়রা। আর এই ছবি ও ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মেঘনা নদীতে এ ঘটনার ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন স্থানীয় টাংকি বাজার মাছঘাটের ব্যবসায়ী মজিদ হোসেন ওমর। তিনি জানান, ঘটনার সময় তাঁরা কয়েকজন নদী পাড়ে বসে ছিলেন। এমন সময় হঠাৎ দেখতে পান মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ পানি আকাশে উঠে যাচ্ছে। এ সময় তিনিসহ অনেকে মোবাইল ফোনের ক্যামেরায় এই দৃশ্য ধারণ করে রাখেন। অনেকেই ফেসবুকে তা আপলোড করে দিয়েছেন। ঘটনাটি প্রায় দেড় মিনিটের মতো স্থায়ী ছিল।
মজিদ হোসেন বলেন, ‘পানি জোয়ারের টানের মতো আকাশের দিকে উঠে যাচ্ছিল। এ সময় আকাশ কালচে রঙের হয়ে যায়। নদী থেকে আকাশের দিকে পানির পিলারের মতো তৈরি হয়েছিল। এটা মেঘনার তীরের লোকজন কৌতূহল নিয়ে দেখতে থাকে।’
স্থানীয় যুবক আরিফ হোসেন সজীব জানায়, মেঘনায় এ দৃশ্য বিরল, আগে কখনো এমন দেখা যায়নি। শুক্রবার এ ঘটনার সময় আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে পড়ে।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, গত জুলাই মাসের ২৩ তারিখে মৌলভীবাজারের হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার চাতলার চাতলবিল এলাকায় এমন একটি দৃশ্য দেখতে পান তীরবর্তী এলাকার বাসিন্দারা।
এ বিষয়ে রামগতি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো. সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। আবহাওয়া বিজ্ঞানে এমন ঘটনাকে জলস্তম্ভ বা “ওয়াটারস্পাউট” বলে।’

নানা অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (১২ জানুয়ারি) সংশ্লিষ্ট তিন কর্মকর্তার চাকরিচ্যুতি কার্যকর করে চিঠি ইস্যু করা হয়।
২ মিনিট আগে
সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে