কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া এলাকার স্কুলছাত্র আকাশ (১৭) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলার জুগিয়া কবরস্থানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে আকাশ হত্যা মামলায় এখনো পলাতক রয়েছেন আরও দুই আসামি।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়ার বাবুর ছেলে বিপ্লব (২০) ও পৌর এলাকার দর্গাপাড়া ১৫ নম্বর ওয়ার্ডের গ্রামের মৃত তিতাসের ছেলে মিরাজুল (২১)। আর পলাতক আসামিরা হলেন, জুগিয়া মাঠপাড়া এলাকার রেজার ছেলে হৃদয় ও মুকুলের ছেলে রিজভী।
এর আগে গত ২৯ মার্চ আকাশকে হত্যার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন আকাশের বাবা ফারুক হোসেন।
এ ঘটনায় দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, ‘পলাতক অপর দুই আসামি হৃদয় ও রিজভীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব দ্রুতই অভিযুক্ত ওই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হব।’
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া ইব্রাহিমপুর দোকানে আকাশকে সঙ্গে নিয়ে ক্যারাম বোর্ড খেলা করছিল বিপ্লব ও মিরাজুল। খেলার একপর্যায়ে হৃদয় ও রিজভী জুগিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আকাশকে ডেকে ড্রাম ট্রাকে তুলে জুগিয়া বালু ঘাটে নিয়ে যায়। ওই দিন রাতে আকাশকে বালু ঘাটের বালু উত্তোলনের স্থানে নদীর পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। পরে তারা আকাশকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া এলাকার স্কুলছাত্র আকাশ (১৭) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলার জুগিয়া কবরস্থানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে আকাশ হত্যা মামলায় এখনো পলাতক রয়েছেন আরও দুই আসামি।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়ার বাবুর ছেলে বিপ্লব (২০) ও পৌর এলাকার দর্গাপাড়া ১৫ নম্বর ওয়ার্ডের গ্রামের মৃত তিতাসের ছেলে মিরাজুল (২১)। আর পলাতক আসামিরা হলেন, জুগিয়া মাঠপাড়া এলাকার রেজার ছেলে হৃদয় ও মুকুলের ছেলে রিজভী।
এর আগে গত ২৯ মার্চ আকাশকে হত্যার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন আকাশের বাবা ফারুক হোসেন।
এ ঘটনায় দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, ‘পলাতক অপর দুই আসামি হৃদয় ও রিজভীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব দ্রুতই অভিযুক্ত ওই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হব।’
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া ইব্রাহিমপুর দোকানে আকাশকে সঙ্গে নিয়ে ক্যারাম বোর্ড খেলা করছিল বিপ্লব ও মিরাজুল। খেলার একপর্যায়ে হৃদয় ও রিজভী জুগিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আকাশকে ডেকে ড্রাম ট্রাকে তুলে জুগিয়া বালু ঘাটে নিয়ে যায়। ওই দিন রাতে আকাশকে বালু ঘাটের বালু উত্তোলনের স্থানে নদীর পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। পরে তারা আকাশকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২৬ মিনিট আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
২৯ মিনিট আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি। কারাগারে বসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ হওয়ায়...
২ ঘণ্টা আগে