Ajker Patrika

যাত্রাবিরতির দাবিতে কুষ্টিয়ায় ট্রেন থামিয়ে জনতার বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৮: ০৩
যাত্রাবিরতির দাবিতে কুষ্টিয়ায় ট্রেন থামিয়ে জনতার বিক্ষোভ
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে বিক্ষোভ জনতার। কুমারখালী রেল স্টেশন চত্বরে। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে থামে না সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি। এতে যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ কারণে কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে প্রায় ২২ মিনিট ট্রেন থামিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শত শত জনতা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ৩২ মিনিট পর্যন্ত কুমারখালী রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেনটি থামিয়ে কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে সকাল ১০টা থেকে স্টেশন চত্বরে রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র-জনতা, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতির দাবিতে আলটিমেটাম দেন। পরে কুমারখালী স্টেশনমাস্টার এসে আশ্বস্ত করলে বিক্ষোভ বন্ধ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. জয়দেব বিশ্বাস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, নুরুল টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া আনছার মিলন প্রমুখ।

বক্তারা বলেন, কুমারখালী শিল্প প্রসিদ্ধ এবং পর্যটন এলাকা। এখানে ব্যবসায়িক কারণে ও পর্যটক হিসেবে দেশ-বিদেশের লাখো মানুষ আসা-যাওয়া করে। কিন্তু দুঃখের বিষয় যাতায়াতের কোনো সুব্যবস্থা নাই। অনেক মানুষ যাতায়াতের জন্য দুর্ভোগের স্বীকার হয়। সে কারণে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি কুমারখালী স্টেশনে যাত্রাবিরতি হওয়া একান্ত আবশ্যক। আজ বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বিক্ষোভ শেষে ট্রেন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতি চালু না হলে কঠোর আন্দোলন করা হবে।

কুমারখালী রেলস্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভকারীরা একটি স্মারকলিপি দিয়েছেন। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নির্দেশনা পেলে যাত্রাবিরতি চালু করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত