কুষ্টিয়া প্রতিনিধি

ঘাস কাটতে গিয়ে প্রায় ৪ ফিট উচ্চতার এক রাসেলস ভাইপার সাপকে আধমরা করেন এক কৃষক। পরে স্থানীয় লোকজন সাপটির গলায় প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে সাড়ে চার ঘণ্টা গাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন। সাপটির পেটে বাচ্চা আছে কি না তা দেখতে সাপটির পেট ব্লেড দিয়ে কাটেন এক পশুচিকিৎসক। এরপর সাপটিকে পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়।
এ ঘটনা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে। আজ মঙ্গলবার সকালে এক কৃষক ঘাস কাটতে গেলে এ ঘটনা ঘটে।
এ সময় উৎসুক জনতা সাপটিকে দেখতে ভিড় করে। সেই দৃশ্যর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে পক্ষে ও বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টিকে অমানবিক ও আইনবিরোধী বলে দাবি করছেন প্রশাসনের কর্মকর্তা ও পরিবেশবিদেরা।
আর গ্রামবাসী বলছেন, সাপটি ভয়ংকর ও বিষধর হওয়ায় লোকজনের মাঝে পরিচিত করতে এবং সবাইকে সচেতন করতে গাছে ঝুলিয়ে মারা হয়েছে।
উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, এভাবে একটি বন্য প্রাণীকে ফাঁসি দিয়ে হত্যার পর পেট চেরার ঘটনাটি আইনবিরোধী ও ন্যক্কারজনক। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে সরেজমিন ঘুরে জানা গেছে, সকাল ১০টার দিকে কল্যাণপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে জিয়াউর রহমান নিজ জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন। সে সময় তিনি ঘাসের জমিতে একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান। এরপর হাঁসুয়া দিয়ে সাপটিকে আঘাত করে আধমরা করেন এবং তাঁর ভাই নাসির উদ্দিনকে ফোন দেন।
পরে স্থানীয়রা সাপটিকে বটতলা নামক স্থানে নিয়ে এসে একটি গাছে বেলা আড়াইটা পর্যন্ত ঝুলিয়ে রাখেন। এরপর সাপটির পেটে আরও বাচ্চা আছে কি না তা দেখতে পেট চিরেন স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক। এরপর সাপটিকে পুড়িয়ে মাটাচাপা দেন স্থানীয়রা।
এ বিষয়ে কৃষক জিয়াউর রহমান জানান, নিজ জমিতে ঘাস কাটার সময় সাপটি তাঁর দিকে ঝাঁপিয়ে পড়ছিল। সে সময় তিনি হাঁসুয়া দিয়ে আঘাত করে আধমরা করেন। এরপর ফোনে স্থানীয়দের ডাকেন তিনি।
বটতলা এলাকার মুদিদোকানি মো. বকুল হোসেন জানান, সাপটি বিষধর ও ভয়ংকর। সে জন্য জনগণকে সচেতন করতে এবং পরিচিতি বাড়াতে সাপটিকে সবাই মিলে অনেকক্ষণ গাছে ঝুলিয়ে রেখেছিলেন।
এভাবে ব্লেড দিয়ে সাপটির পেট চেরা ভুল হয়েছে জানিয়ে পশুচিকিৎসক মো. আব্দুর রাজ্জাক বলেন, সাপটির পেট মোটা ছিল। পেটে বাচ্চা আছে কি না তা দেখার জন্য সবাই তাঁকে পেট চেরার জন্য অনুরোধ করেছিলেন।
এটিকে বন ও প্রাণী সংরক্ষণ আইনবিরোধী বলে জানান বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহসভাপতি সাহাবউদ্দিন। তিনি বলেন, ‘এভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। ভবিষ্যতে এর ক্ষতিপূরণ কোনো দিন শোধ হবে না।’
এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। তিনি জানান, মানুষ আতঙ্কে অনেক কিছু করে ফেলেন। সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ঘাস কাটতে গিয়ে প্রায় ৪ ফিট উচ্চতার এক রাসেলস ভাইপার সাপকে আধমরা করেন এক কৃষক। পরে স্থানীয় লোকজন সাপটির গলায় প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে সাড়ে চার ঘণ্টা গাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন। সাপটির পেটে বাচ্চা আছে কি না তা দেখতে সাপটির পেট ব্লেড দিয়ে কাটেন এক পশুচিকিৎসক। এরপর সাপটিকে পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়।
এ ঘটনা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে। আজ মঙ্গলবার সকালে এক কৃষক ঘাস কাটতে গেলে এ ঘটনা ঘটে।
এ সময় উৎসুক জনতা সাপটিকে দেখতে ভিড় করে। সেই দৃশ্যর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে পক্ষে ও বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টিকে অমানবিক ও আইনবিরোধী বলে দাবি করছেন প্রশাসনের কর্মকর্তা ও পরিবেশবিদেরা।
আর গ্রামবাসী বলছেন, সাপটি ভয়ংকর ও বিষধর হওয়ায় লোকজনের মাঝে পরিচিত করতে এবং সবাইকে সচেতন করতে গাছে ঝুলিয়ে মারা হয়েছে।
উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, এভাবে একটি বন্য প্রাণীকে ফাঁসি দিয়ে হত্যার পর পেট চেরার ঘটনাটি আইনবিরোধী ও ন্যক্কারজনক। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে সরেজমিন ঘুরে জানা গেছে, সকাল ১০টার দিকে কল্যাণপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে জিয়াউর রহমান নিজ জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন। সে সময় তিনি ঘাসের জমিতে একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান। এরপর হাঁসুয়া দিয়ে সাপটিকে আঘাত করে আধমরা করেন এবং তাঁর ভাই নাসির উদ্দিনকে ফোন দেন।
পরে স্থানীয়রা সাপটিকে বটতলা নামক স্থানে নিয়ে এসে একটি গাছে বেলা আড়াইটা পর্যন্ত ঝুলিয়ে রাখেন। এরপর সাপটির পেটে আরও বাচ্চা আছে কি না তা দেখতে পেট চিরেন স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক। এরপর সাপটিকে পুড়িয়ে মাটাচাপা দেন স্থানীয়রা।
এ বিষয়ে কৃষক জিয়াউর রহমান জানান, নিজ জমিতে ঘাস কাটার সময় সাপটি তাঁর দিকে ঝাঁপিয়ে পড়ছিল। সে সময় তিনি হাঁসুয়া দিয়ে আঘাত করে আধমরা করেন। এরপর ফোনে স্থানীয়দের ডাকেন তিনি।
বটতলা এলাকার মুদিদোকানি মো. বকুল হোসেন জানান, সাপটি বিষধর ও ভয়ংকর। সে জন্য জনগণকে সচেতন করতে এবং পরিচিতি বাড়াতে সাপটিকে সবাই মিলে অনেকক্ষণ গাছে ঝুলিয়ে রেখেছিলেন।
এভাবে ব্লেড দিয়ে সাপটির পেট চেরা ভুল হয়েছে জানিয়ে পশুচিকিৎসক মো. আব্দুর রাজ্জাক বলেন, সাপটির পেট মোটা ছিল। পেটে বাচ্চা আছে কি না তা দেখার জন্য সবাই তাঁকে পেট চেরার জন্য অনুরোধ করেছিলেন।
এটিকে বন ও প্রাণী সংরক্ষণ আইনবিরোধী বলে জানান বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহসভাপতি সাহাবউদ্দিন। তিনি বলেন, ‘এভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। ভবিষ্যতে এর ক্ষতিপূরণ কোনো দিন শোধ হবে না।’
এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। তিনি জানান, মানুষ আতঙ্কে অনেক কিছু করে ফেলেন। সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে