ইবি প্রতিনিধি

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল রোববার রাত ১০টার দিকে জিয়া মোড় থেকে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিলটি বের হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রাব্বানী, সাজ্জাতুল্লাহ শেখ, নাহিদ জোয়ার্দারসহ অর্ধশতাধিক শিক্ষার্থী। তাঁরা ‘ওয়ান টু থ্রি ফোর, ছাত্রলীগ নো মোর’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় সহসমন্বয়ক নাহিদ বলেন, ‘আমরা এর আগেও খেয়াল করেছি, জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বে থাকা সারজিস আলমের ওপর কয়েক দফায় হামলা করা হয়েছে। এভাবে ব্যক্তি থেকে ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আমরা এই হামলার প্রতিবাদ অবশ্যই করব। কিন্তু আমাদের একটাই দাবি, এই জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ হাজার হাজার ভাইদের আহত ও শহীদ করেছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।’
সমন্বয়ক সুইট বলেন, ‘আওয়ামী লীগ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসেবে ব্যবহার এবং পুরো বাংলাদেশের জনতার সঙ্গে নাটক করেছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উঠলেই একটি বা কোনো গোষ্ঠীর হিংসা হয়। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। কারণ, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের জোর দাবি করা হয় তাহলে তারা হয়তো ভোটে হেরে যেতে পারে। কিন্তু পতিত স্বৈরাচারের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব সময় তাদের সর্বোচ্চটুকু দেবে।’
গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলা হয়। রোববার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাসনাতের গাড়ির একটি কাচ ভেঙে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল রোববার রাত ১০টার দিকে জিয়া মোড় থেকে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিলটি বের হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রাব্বানী, সাজ্জাতুল্লাহ শেখ, নাহিদ জোয়ার্দারসহ অর্ধশতাধিক শিক্ষার্থী। তাঁরা ‘ওয়ান টু থ্রি ফোর, ছাত্রলীগ নো মোর’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় সহসমন্বয়ক নাহিদ বলেন, ‘আমরা এর আগেও খেয়াল করেছি, জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বে থাকা সারজিস আলমের ওপর কয়েক দফায় হামলা করা হয়েছে। এভাবে ব্যক্তি থেকে ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আমরা এই হামলার প্রতিবাদ অবশ্যই করব। কিন্তু আমাদের একটাই দাবি, এই জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ হাজার হাজার ভাইদের আহত ও শহীদ করেছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।’
সমন্বয়ক সুইট বলেন, ‘আওয়ামী লীগ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসেবে ব্যবহার এবং পুরো বাংলাদেশের জনতার সঙ্গে নাটক করেছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উঠলেই একটি বা কোনো গোষ্ঠীর হিংসা হয়। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। কারণ, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের জোর দাবি করা হয় তাহলে তারা হয়তো ভোটে হেরে যেতে পারে। কিন্তু পতিত স্বৈরাচারের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব সময় তাদের সর্বোচ্চটুকু দেবে।’
গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলা হয়। রোববার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাসনাতের গাড়ির একটি কাচ ভেঙে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২১ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২৫ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২৫ মিনিট আগে