কুষ্টিয়া প্রতিনিধি

দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসিয়ে নিয়মিত জুয়া আসর বসানোর অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতের এই অভিযানে ১১ জনকে আটক করা হয়।
উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহখোলা গ্রামের আজমমোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউনিয়ন জাসদের সভাপতি কাজী আমিনুল বশির পালিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন তৌফিকুল ইসলাম (৪৭), আমিরুল বিশ্বাস (৫২), আব্দুল মজিদ (৪৫), হেলাল মণ্ডল (৩০), শফিকুল ইসলাম (৪৫), নেকবার আলী (৪৫), মতিয়ার রহমান (৫০), মিলন খান (৫০), কাজী গোলাম সরোয়ার (৫০), সামছুল আলম বিষু (৪৫) ও আবুল কালাম আজাদ (৩৫)। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাসদ নেতা কাজী আমিনুল বশির নিয়মিত তাঁর দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসান। এখান থেকে তিনি নিয়মিত টাকা তোলেন। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে জুয়া খেলা অবস্থায় ৮৬ সেট তাস, ৪ হাজার ৭২০ টাকাসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যান ওই জাসদ নেতা। পরে তাঁদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া নিরোধ আইনের ৪ ধারায় মামলা করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল বলেন, জুয়ার মামলায় আটক ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। একই মামলায় পলাতক আসামি ও জুয়ার আসরের মূল হোতা কাজী আমিনুল বশিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসিয়ে নিয়মিত জুয়া আসর বসানোর অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতের এই অভিযানে ১১ জনকে আটক করা হয়।
উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহখোলা গ্রামের আজমমোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউনিয়ন জাসদের সভাপতি কাজী আমিনুল বশির পালিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন তৌফিকুল ইসলাম (৪৭), আমিরুল বিশ্বাস (৫২), আব্দুল মজিদ (৪৫), হেলাল মণ্ডল (৩০), শফিকুল ইসলাম (৪৫), নেকবার আলী (৪৫), মতিয়ার রহমান (৫০), মিলন খান (৫০), কাজী গোলাম সরোয়ার (৫০), সামছুল আলম বিষু (৪৫) ও আবুল কালাম আজাদ (৩৫)। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাসদ নেতা কাজী আমিনুল বশির নিয়মিত তাঁর দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসান। এখান থেকে তিনি নিয়মিত টাকা তোলেন। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে জুয়া খেলা অবস্থায় ৮৬ সেট তাস, ৪ হাজার ৭২০ টাকাসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যান ওই জাসদ নেতা। পরে তাঁদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া নিরোধ আইনের ৪ ধারায় মামলা করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল বলেন, জুয়ার মামলায় আটক ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। একই মামলায় পলাতক আসামি ও জুয়ার আসরের মূল হোতা কাজী আমিনুল বশিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৩ মিনিট আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
১ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে