Ajker Patrika

কুষ্টিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মোফাজ্জেল মালিথা (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত মোফাজ্জেল মালিথা পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি মিস্ত্রি পাড়া এলাকার মৃত আবদুল হামিদ ওরফে কেরু মালিথার ছেলে। তিনি স্থানীয় বাজারে কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। 

নিহতের ছেলে মোশারফ হোসেন বলেন, সকাল ৯টার দিকে বাবা দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ৩০ মিনিট পর বাজারে গিয়ে দোকান বন্ধ দেখে খোঁজাখুঁজি করি। মেহেরপুরগামী বাসচালকের কাছে খবর পাই মিরপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। পরে সেখানে গিয়ে আমরা মরদেহ শনাক্ত করি।

মোশারফ হোসেন আরও বলেন, বাবা দুইবার ব্রেন স্ট্রোক করার পর তাঁর মাথায় সমস্যা দেখা দিয়েছিল। আমাদের পারিবারিক কোন ঝামেলা ছিল না। 

মিরপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ইসরাইল হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেন। 

পোড়াদহ রেলওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র মল্লিক বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত