অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সাভিয়ানগর গ্রামের সেই কমলা বেগম সরকারি ভাতা ও ঘর না পেলেও প্রতি মাসে ৪ হাজার টাকা করে পাবেন। এরই মধ্যে অমর্ত্য ফাউন্ডেশনের মাধ্যমে নভেম্বর মাসের টাকা পাঠিয়েছেন এক অস্ট্রেলিয়া প্রবাসী। সেই কমলা এখন ভিক্ষে না করে স্বপ্ন দেখেন নিজস্ব ঘরের।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই প্রবাসীর পক্ষ থেকে শাড়ি, ওষুধ, শীতের কাপড় ও এক মাসের খাদ্যসামগ্রী কমলা বেগমের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর গ্রামের মৃত আমর উদ্দিনের স্ত্রী কমলা বেগম। তিনি এক ছেলে ও দুই মেয়ের মা। বড় মেয়ে ও নাতনির স্বামী মারা গেছে। ছোট মেয়ে কোনোরকমে চলেন। কমলার ভরণপোষণ করেন না ছেলেও। পাননি বয়স্ক বা বিধবা ভাতা।
জোটেনি গৃহহীন কমলার ভাগ্যে সরকারি ঘর। ফলে তাঁকে বেঁচে থাকার জন্য হাত পাততে হয় এর-ওর কাছে। কমলা বেগমের জীবন চলে গ্রামে গ্রামে ভিক্ষা করে। এ নিয়ে আজকের পত্রিকায় ‘ভাতা কি বাজান মরণের পরে পামু’, ‘মরণের পর বয়স্ক ভাতা?’ ও ‘স্বামী নাই, ঘর নাই, তবু না পাই ভাতা, না পাই ঘর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সম্প্রতি সংবাদগুলো অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর প্রতিষ্ঠিত ‘অমর্ত্য ফাউন্ডেশনের’ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী আজ চার হাজার টাকা পাঠিয়েছেন। প্রতি মাসে সমপরিমাণ টাকা কমলা বেগমকে পাঠাবেন বলে জানিয়েছেন ওই প্রবাসী।
নতুন কাপড়, ওষুধ ও খাদ্যসামগ্রী পেয়ে কান্নায় ভেঙে পড়েন কমলা বেগম। এ সময় তিনি বলেন, ‘স্বামী মরার পর ভিক্ষা করে চলতাম। এইদিগে (সম্প্রতি) শরীর কোলায় না (শক্তি নেই), গ্যারামে না-গেলে খামু কি? খাইয়্যা না-খাইয়্যা থাহি। দোয়া করি, বাজান আল্লাহ তোমরার ভালা করুক। ও-বাজান মরণের আগে কি একটা ঘর পামু?’

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সাভিয়ানগর গ্রামের সেই কমলা বেগম সরকারি ভাতা ও ঘর না পেলেও প্রতি মাসে ৪ হাজার টাকা করে পাবেন। এরই মধ্যে অমর্ত্য ফাউন্ডেশনের মাধ্যমে নভেম্বর মাসের টাকা পাঠিয়েছেন এক অস্ট্রেলিয়া প্রবাসী। সেই কমলা এখন ভিক্ষে না করে স্বপ্ন দেখেন নিজস্ব ঘরের।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই প্রবাসীর পক্ষ থেকে শাড়ি, ওষুধ, শীতের কাপড় ও এক মাসের খাদ্যসামগ্রী কমলা বেগমের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর গ্রামের মৃত আমর উদ্দিনের স্ত্রী কমলা বেগম। তিনি এক ছেলে ও দুই মেয়ের মা। বড় মেয়ে ও নাতনির স্বামী মারা গেছে। ছোট মেয়ে কোনোরকমে চলেন। কমলার ভরণপোষণ করেন না ছেলেও। পাননি বয়স্ক বা বিধবা ভাতা।
জোটেনি গৃহহীন কমলার ভাগ্যে সরকারি ঘর। ফলে তাঁকে বেঁচে থাকার জন্য হাত পাততে হয় এর-ওর কাছে। কমলা বেগমের জীবন চলে গ্রামে গ্রামে ভিক্ষা করে। এ নিয়ে আজকের পত্রিকায় ‘ভাতা কি বাজান মরণের পরে পামু’, ‘মরণের পর বয়স্ক ভাতা?’ ও ‘স্বামী নাই, ঘর নাই, তবু না পাই ভাতা, না পাই ঘর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সম্প্রতি সংবাদগুলো অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর প্রতিষ্ঠিত ‘অমর্ত্য ফাউন্ডেশনের’ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী আজ চার হাজার টাকা পাঠিয়েছেন। প্রতি মাসে সমপরিমাণ টাকা কমলা বেগমকে পাঠাবেন বলে জানিয়েছেন ওই প্রবাসী।
নতুন কাপড়, ওষুধ ও খাদ্যসামগ্রী পেয়ে কান্নায় ভেঙে পড়েন কমলা বেগম। এ সময় তিনি বলেন, ‘স্বামী মরার পর ভিক্ষা করে চলতাম। এইদিগে (সম্প্রতি) শরীর কোলায় না (শক্তি নেই), গ্যারামে না-গেলে খামু কি? খাইয়্যা না-খাইয়্যা থাহি। দোয়া করি, বাজান আল্লাহ তোমরার ভালা করুক। ও-বাজান মরণের আগে কি একটা ঘর পামু?’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে