কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া প্রতিনিধি

নিখোঁজের ৮ দিন পর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মদিনা আক্তার (২৮) নামে এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ডোবায় ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করে জানতে পারে ওই নারীর নাম মদিনা আক্তার। তিনি উপজেলার কোদালিয়া গ্রামের আবু তাহেরের মেয়ে এবং বুদ্ধিপ্রতিবন্ধী।
গত ২৮ মে রেহেনা আক্তার নামে এক নারীর সঙ্গে চণ্ডীপাশা ইউপি চেয়ারম্যানের ডাকে ৪০ দিনের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির সভায় যায় ওই নারী। সভা শেষে রেহেনাসহ আর কেউ ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে খুঁজে পায়নি। পরে রেহেনা প্রতিবন্ধী নারীর পরিবারকে বিষয়টি জানালে পরিবারের পক্ষ থেকে গত ৩১ মে পাকুন্দিয়া থানায় একটি ডায়েরি করা হয়।
মদিনা আক্তারের দুলাভাই স্বপন মিয়া বলেন, ‘আমার শ্যালিকা একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী তারতো কোনো শত্রু থাকার কথা না। পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি, তারা যেন বিষয়টির সুষ্ঠু তদন্ত করে। তার সঙ্গে যদি খারাপ কিছু ঘটে থাকে তাহলে যেন আমরা বিচার পাই।’
চণ্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন বলেন, ‘মদিনা আক্তার একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী। সে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে কাজ করত। মদিনার নিখোঁজের সংবাদ যখন পাই তখন তার পরিবারের সদস্যদের মাইকিং করতে বলি এবং থানায় একটি সাধারণ ডায়েরি করতে বলি। আজ শুনলাম তার মরদেহ পাওয়া গেছে। আমি এ বিষয়টির সুষ্ঠু তদন্ত চাই।’
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাহারুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন যথানিয়মে পাঠিয়ে দেওয়া হবে। আমরা কিছু বলতে পারব না।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, ‘সাধারণ ডায়েরির পর থেকেই তাকে আমরা খুঁজতে ছিলাম। এখন তার মরদেহ পাওয়া গেছে খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাকুন্দিয়া থানায় ওই নারী হারিয়ে গিয়েছে মর্মে সাধারণ ডায়েরি করা হয়েছিল।’

নিখোঁজের ৮ দিন পর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মদিনা আক্তার (২৮) নামে এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ডোবায় ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করে জানতে পারে ওই নারীর নাম মদিনা আক্তার। তিনি উপজেলার কোদালিয়া গ্রামের আবু তাহেরের মেয়ে এবং বুদ্ধিপ্রতিবন্ধী।
গত ২৮ মে রেহেনা আক্তার নামে এক নারীর সঙ্গে চণ্ডীপাশা ইউপি চেয়ারম্যানের ডাকে ৪০ দিনের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির সভায় যায় ওই নারী। সভা শেষে রেহেনাসহ আর কেউ ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে খুঁজে পায়নি। পরে রেহেনা প্রতিবন্ধী নারীর পরিবারকে বিষয়টি জানালে পরিবারের পক্ষ থেকে গত ৩১ মে পাকুন্দিয়া থানায় একটি ডায়েরি করা হয়।
মদিনা আক্তারের দুলাভাই স্বপন মিয়া বলেন, ‘আমার শ্যালিকা একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী তারতো কোনো শত্রু থাকার কথা না। পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি, তারা যেন বিষয়টির সুষ্ঠু তদন্ত করে। তার সঙ্গে যদি খারাপ কিছু ঘটে থাকে তাহলে যেন আমরা বিচার পাই।’
চণ্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন বলেন, ‘মদিনা আক্তার একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী। সে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে কাজ করত। মদিনার নিখোঁজের সংবাদ যখন পাই তখন তার পরিবারের সদস্যদের মাইকিং করতে বলি এবং থানায় একটি সাধারণ ডায়েরি করতে বলি। আজ শুনলাম তার মরদেহ পাওয়া গেছে। আমি এ বিষয়টির সুষ্ঠু তদন্ত চাই।’
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাহারুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন যথানিয়মে পাঠিয়ে দেওয়া হবে। আমরা কিছু বলতে পারব না।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, ‘সাধারণ ডায়েরির পর থেকেই তাকে আমরা খুঁজতে ছিলাম। এখন তার মরদেহ পাওয়া গেছে খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাকুন্দিয়া থানায় ওই নারী হারিয়ে গিয়েছে মর্মে সাধারণ ডায়েরি করা হয়েছিল।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১২ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১৫ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
১ ঘণ্টা আগে