প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩১৫টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ জন। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮১, হোসেনপুর উপজেলায় ১, পাকুন্দিয়া উপজেলায় ৩, কটিয়াদী উপজেলায় ১৪, কুলিয়ারচর উপজেলায় ১, ভৈরব উপজেলায় ১২, নিকলী উপজেলায় ১ ও বাজিতপুর উপজেলায় ৩ জন রয়েছেন।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৫২ জন। যাঁদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮১৫। তাঁদের মধ্যে ৫৯ জন হাসপাতালে ও ১ হাজার ৭৫৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।
আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৮২১, হোসেনপুর উপজেলায় ১২০, করিমগঞ্জ উপজেলায় ৫৩, তাড়াইল উপজেলায় ৪১, পাকুন্দিয়া উপজেলায় ১৬৪, কটিয়াদী উপজেলায় ২৩৫, কুলিয়ারচর উপজেলায় ৪৪, ভৈরব উপজেলায় ১৮৬, নিকলী উপজেলায় ১৮, বাজিতপুর উপজেলায় ৭৭, ইটনা উপজেলায় ৩১, মিঠামইন উপজেলায় ২১ ও অষ্টগ্রাম উপজেলার ৪ জন রয়েছেন।
জেলায় মোট মৃত্যু ১৩৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৪৭, হোসেনপুর উপজেলায় ৫, করিমগঞ্জ উপজেলায় ৯, তাড়াইল উপজেলায় ৫, পাকুন্দিয়া উপজেলায় ৮, কটিয়াদী উপজেলায় ৮, কুলিয়ারচর উপজেলায় ৬, ভৈরব উপজেলায় ২৮, নিকলী উপজেলায় ৬, বাজিতপুর উপজেলায় ৯, ইটনা উপজেলায় ১ ও মিঠামইন উপজেলায় একজন রয়েছেন। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা ৮ হাজার ৫২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১০৪ এবং মারা গেছেন ১৩৩ জন।

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩১৫টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ জন। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮১, হোসেনপুর উপজেলায় ১, পাকুন্দিয়া উপজেলায় ৩, কটিয়াদী উপজেলায় ১৪, কুলিয়ারচর উপজেলায় ১, ভৈরব উপজেলায় ১২, নিকলী উপজেলায় ১ ও বাজিতপুর উপজেলায় ৩ জন রয়েছেন।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৫২ জন। যাঁদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮১৫। তাঁদের মধ্যে ৫৯ জন হাসপাতালে ও ১ হাজার ৭৫৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।
আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৮২১, হোসেনপুর উপজেলায় ১২০, করিমগঞ্জ উপজেলায় ৫৩, তাড়াইল উপজেলায় ৪১, পাকুন্দিয়া উপজেলায় ১৬৪, কটিয়াদী উপজেলায় ২৩৫, কুলিয়ারচর উপজেলায় ৪৪, ভৈরব উপজেলায় ১৮৬, নিকলী উপজেলায় ১৮, বাজিতপুর উপজেলায় ৭৭, ইটনা উপজেলায় ৩১, মিঠামইন উপজেলায় ২১ ও অষ্টগ্রাম উপজেলার ৪ জন রয়েছেন।
জেলায় মোট মৃত্যু ১৩৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৪৭, হোসেনপুর উপজেলায় ৫, করিমগঞ্জ উপজেলায় ৯, তাড়াইল উপজেলায় ৫, পাকুন্দিয়া উপজেলায় ৮, কটিয়াদী উপজেলায় ৮, কুলিয়ারচর উপজেলায় ৬, ভৈরব উপজেলায় ২৮, নিকলী উপজেলায় ৬, বাজিতপুর উপজেলায় ৯, ইটনা উপজেলায় ১ ও মিঠামইন উপজেলায় একজন রয়েছেন। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা ৮ হাজার ৫২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১০৪ এবং মারা গেছেন ১৩৩ জন।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৯ মিনিট আগে