ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পৌর আওয়ামী লীগের সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
এ ছাড়া আজ অবরোধের প্রথম দিনে জেলার কুলিয়ারচরে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের দুজন নিহত হয়েছেন। উভয় পক্ষের অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার সকালে বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে অবস্থায় নেয়। অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা শান্তি সমাবেশ করতে দুর্জয় মোড়ে এলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। পরে যুবদল নেতা দেলোয়ার হোসেন সুজনের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ছাত্রলীগের নেতা–কর্মীরা।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ সময় ভৈরবে রাজনৈতিক নানা সংকট পার করে এসেছি। আমরা কেউ কারও দলীয় কার্যালয়ে আগ্রাসন চালাইনি। আজ সেই রেকর্ড ভাঙল আওয়ামী লীগ। আমরাও বিষয়টিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।’
তবে, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপি ভোর থেকে যানবাহন ভাঙচুর ও চোরাগোপ্তা হামলা চালানোর চেষ্টা করেছে। আমরা তাদের অপচেষ্টা সফল হতে দেয়নি। শেষে নিজেরাই দলীয় কার্যালয় ভেঙে এখন আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ছাড়া মহাসড়কের পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পৌর আওয়ামী লীগের সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
এ ছাড়া আজ অবরোধের প্রথম দিনে জেলার কুলিয়ারচরে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের দুজন নিহত হয়েছেন। উভয় পক্ষের অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার সকালে বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে অবস্থায় নেয়। অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা শান্তি সমাবেশ করতে দুর্জয় মোড়ে এলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। পরে যুবদল নেতা দেলোয়ার হোসেন সুজনের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ছাত্রলীগের নেতা–কর্মীরা।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ সময় ভৈরবে রাজনৈতিক নানা সংকট পার করে এসেছি। আমরা কেউ কারও দলীয় কার্যালয়ে আগ্রাসন চালাইনি। আজ সেই রেকর্ড ভাঙল আওয়ামী লীগ। আমরাও বিষয়টিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।’
তবে, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপি ভোর থেকে যানবাহন ভাঙচুর ও চোরাগোপ্তা হামলা চালানোর চেষ্টা করেছে। আমরা তাদের অপচেষ্টা সফল হতে দেয়নি। শেষে নিজেরাই দলীয় কার্যালয় ভেঙে এখন আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ছাড়া মহাসড়কের পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৪ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪১ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪২ মিনিট আগে