কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় আশ্রয়ণ প্রকল্পে ৩৪টি ঘর রয়েছে। সারিবদ্ধ দু’পাশের ঘরগুলোর মাঝের ফাঁকা জায়গায় নেট দিয়ে বানানো হয়েছে মাচা। মাচায় ঝুলছে লাউ, কুমড়া, শসা, করলা, ধুন্দল, পুঁইশাক, বরবটিসহ বিভিন্ন ধরনের সবজি। এ ছাড়া ঘরের আঙিনায় চাষ করা হচ্ছে লালশাক। আশ্রয়ণ প্রকল্পে নিজেদের চাষ করা এসব শাকসবজি ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে উপহার দিয়েছেন এখানকার উপকারভোগীরা।
আজ সোমবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পে পরিদর্শনে এলে উপকারভোগীরা তাঁকে এসব শাকসবজি উপহার দেন। উপকারভোগীদের কাছ থেকে শাকসবজি উপহার পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
এ সময় মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রমুখ। পরে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, ‘আপনাদের অবস্থার উন্নয়ন হয়েছে। আমরা চাই আরও উন্নয়ন হোক। আপনাদের বাচ্চারা পড়াশোনা করুক। পড়াশোনা করে বিসিএস দিক। আমাদের জায়গায় আসুক। কেউ ডিসি হউক, কেউ এসপি হউক। এটা আমাদের মন থেকে চাওয়া। আমরা চাই আমাদের বাংলাদেশের সকল মানুষ একটা ভালো অবস্থানে থাকুক। কষ্ট আসবে, দুঃখ আসবে। মনের জোর নিয়ে ফাইট করে প্রতিবন্ধকতা পার করতে হবে।’
এর আগে সকালে সদর উপজেলা পরিষদের চতুর্থ তলায় মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়ার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় আশ্রয়ণ প্রকল্পে ৩৪টি ঘর রয়েছে। সারিবদ্ধ দু’পাশের ঘরগুলোর মাঝের ফাঁকা জায়গায় নেট দিয়ে বানানো হয়েছে মাচা। মাচায় ঝুলছে লাউ, কুমড়া, শসা, করলা, ধুন্দল, পুঁইশাক, বরবটিসহ বিভিন্ন ধরনের সবজি। এ ছাড়া ঘরের আঙিনায় চাষ করা হচ্ছে লালশাক। আশ্রয়ণ প্রকল্পে নিজেদের চাষ করা এসব শাকসবজি ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে উপহার দিয়েছেন এখানকার উপকারভোগীরা।
আজ সোমবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পে পরিদর্শনে এলে উপকারভোগীরা তাঁকে এসব শাকসবজি উপহার দেন। উপকারভোগীদের কাছ থেকে শাকসবজি উপহার পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
এ সময় মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রমুখ। পরে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, ‘আপনাদের অবস্থার উন্নয়ন হয়েছে। আমরা চাই আরও উন্নয়ন হোক। আপনাদের বাচ্চারা পড়াশোনা করুক। পড়াশোনা করে বিসিএস দিক। আমাদের জায়গায় আসুক। কেউ ডিসি হউক, কেউ এসপি হউক। এটা আমাদের মন থেকে চাওয়া। আমরা চাই আমাদের বাংলাদেশের সকল মানুষ একটা ভালো অবস্থানে থাকুক। কষ্ট আসবে, দুঃখ আসবে। মনের জোর নিয়ে ফাইট করে প্রতিবন্ধকতা পার করতে হবে।’
এর আগে সকালে সদর উপজেলা পরিষদের চতুর্থ তলায় মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়ার আয়োজন করা হয়।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে