কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি গাভি একসঙ্গে তিনটি ষাঁড় বাছুর জন্ম দিয়েছে। বর্তমানে গাভি ও বাছুর তিনটি সুস্থ রয়েছে, স্বাভাবিকভাবে খাবারও খাচ্ছে। ঘটনাটি বিরল বলে উল্লেখ করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার বাহিরকাদি গ্রামের গৃহবধূ নাহিদা সুলতানার বাড়িতে পালন করা একটি গাভি এই তিন বাছুর জন্ম দেয়। এই অবস্থায় তাঁর বাড়িতে আনন্দের বন্যা বইছে। তাঁদের চোখেমুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল সকাল থেকে বাছুরগুলো দেখতে ভিড় করছে গ্রামবাসী।
নাহিদা সুলতানা জানান, ২০১৯ সালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে একটি গরু কিনেছিলেন। কেনার সময় গরুটি সাত মাসের গর্ভকালীন ছিল। পরে এর গর্ভে জন্ম নেয় একটি বাছুর। বাছুরটি বড় হয়ে ২০২২ ও ২০২৩ সালে একটি করে বাছুর দেয়। আর এবার একসঙ্গে তিনটি বাছুর হয়েছে।
এই গৃহবধূ জানান, গতকাল সেহরির সময় (রাত ৪টা) প্রথম বাছুরের জন্ম হয়। এর দেড় ঘণ্টা পর আরও একটি ও সকাল সাড়ে ৭টায় তৃতীয় বাছুরটি হয়। একসঙ্গে তিনটি বাছুর পেয়ে তাঁর পরিবারের সবাই খুশি।
নাহিদা সুলতানার স্বামী ছাইদুর রহমান স্বপন জানান, তিনি বাসচালক। বাস চালানোর ফাঁকে তিনিও গরু পালনে কিছুটা সময় দেন। কিন্তু তাঁর স্ত্রী সার্বক্ষণিক গরু-বাছুরগুলোকে সন্তানের মতো লালনপালন করেন। তিনি বলেন, পরিবারে নতুন সন্তানের জন্ম হলে যেমন আনন্দ-অনুভূতি হয়, গাভির তিনটি বাছুর হওয়ায় তেমনই আনন্দ হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আসাদ আরভিং জানান, বাজারে যাওয়ার সময় শুনতে পান, স্বপনের বাড়িতে একটি গাভি তিনটি বাছুর জন্ম দিয়েছে। শুনে সঙ্গে সঙ্গে এখানে এসে দেখেন মানুষের ভিড়। বাছুরগুলোকে দেখতে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন। তিনি বলেন, ‘একসঙ্গে দুটা বাছুর জন্ম নিতে দেখেছি। তবে আমাদের এলাকায় একসঙ্গে তিনটি বাছুর জন্ম নিতে শুনিনি বা দেখিনি। এটাই প্রথম।’
কটিয়াদী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. লিটন মিয়া বলেন, উন্নত জাতের গাভি সাধারণত দুটি বাছুর জন্ম দিতে পারে। তবে সেটা খুবই কম। ২ থেকে ৫ শতাংশ গাভি একাধিক বাছুর জন্ম দিয়ে থাকে। একসঙ্গে তিনটি বাছুর জন্ম দেওয়ার বিষয়টি বিরল উল্লেখ করে তিনি বলেন, এটাকে মাল্টিপল অভ্যুলেশন বলে। একাধিক ডিম্বাণুর সঙ্গে একাধিক শুক্রাণুর মিলিত হওয়ার ফলে এমনটা হয়ে থাকে বলেও জানান এই কর্মকর্তা।

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি গাভি একসঙ্গে তিনটি ষাঁড় বাছুর জন্ম দিয়েছে। বর্তমানে গাভি ও বাছুর তিনটি সুস্থ রয়েছে, স্বাভাবিকভাবে খাবারও খাচ্ছে। ঘটনাটি বিরল বলে উল্লেখ করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার বাহিরকাদি গ্রামের গৃহবধূ নাহিদা সুলতানার বাড়িতে পালন করা একটি গাভি এই তিন বাছুর জন্ম দেয়। এই অবস্থায় তাঁর বাড়িতে আনন্দের বন্যা বইছে। তাঁদের চোখেমুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল সকাল থেকে বাছুরগুলো দেখতে ভিড় করছে গ্রামবাসী।
নাহিদা সুলতানা জানান, ২০১৯ সালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে একটি গরু কিনেছিলেন। কেনার সময় গরুটি সাত মাসের গর্ভকালীন ছিল। পরে এর গর্ভে জন্ম নেয় একটি বাছুর। বাছুরটি বড় হয়ে ২০২২ ও ২০২৩ সালে একটি করে বাছুর দেয়। আর এবার একসঙ্গে তিনটি বাছুর হয়েছে।
এই গৃহবধূ জানান, গতকাল সেহরির সময় (রাত ৪টা) প্রথম বাছুরের জন্ম হয়। এর দেড় ঘণ্টা পর আরও একটি ও সকাল সাড়ে ৭টায় তৃতীয় বাছুরটি হয়। একসঙ্গে তিনটি বাছুর পেয়ে তাঁর পরিবারের সবাই খুশি।
নাহিদা সুলতানার স্বামী ছাইদুর রহমান স্বপন জানান, তিনি বাসচালক। বাস চালানোর ফাঁকে তিনিও গরু পালনে কিছুটা সময় দেন। কিন্তু তাঁর স্ত্রী সার্বক্ষণিক গরু-বাছুরগুলোকে সন্তানের মতো লালনপালন করেন। তিনি বলেন, পরিবারে নতুন সন্তানের জন্ম হলে যেমন আনন্দ-অনুভূতি হয়, গাভির তিনটি বাছুর হওয়ায় তেমনই আনন্দ হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আসাদ আরভিং জানান, বাজারে যাওয়ার সময় শুনতে পান, স্বপনের বাড়িতে একটি গাভি তিনটি বাছুর জন্ম দিয়েছে। শুনে সঙ্গে সঙ্গে এখানে এসে দেখেন মানুষের ভিড়। বাছুরগুলোকে দেখতে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন। তিনি বলেন, ‘একসঙ্গে দুটা বাছুর জন্ম নিতে দেখেছি। তবে আমাদের এলাকায় একসঙ্গে তিনটি বাছুর জন্ম নিতে শুনিনি বা দেখিনি। এটাই প্রথম।’
কটিয়াদী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. লিটন মিয়া বলেন, উন্নত জাতের গাভি সাধারণত দুটি বাছুর জন্ম দিতে পারে। তবে সেটা খুবই কম। ২ থেকে ৫ শতাংশ গাভি একাধিক বাছুর জন্ম দিয়ে থাকে। একসঙ্গে তিনটি বাছুর জন্ম দেওয়ার বিষয়টি বিরল উল্লেখ করে তিনি বলেন, এটাকে মাল্টিপল অভ্যুলেশন বলে। একাধিক ডিম্বাণুর সঙ্গে একাধিক শুক্রাণুর মিলিত হওয়ার ফলে এমনটা হয়ে থাকে বলেও জানান এই কর্মকর্তা।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
১৯ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে