কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে স্কুল প্রাঙ্গণে সহপাঠীদের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকী-ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো ঢাকী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে মো. মোশাহিদ এবং আলাল উদ্দিনের ছেলে মো. জাবেদ। তারা দুজনই ঢাকী-ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মোশাহিদ ও জাবেদ সহপাঠীদের সঙ্গে স্কুল প্রাঙ্গণে গল্প করছিল। এ সময় তাদের কয়েক কয়েকজন সহপাঠী এসে তর্কে জড়ায়। একপর্যায়ে হঠাৎ কোমর থেকে ছুরি বের জাভেদ ও মোশাহিদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এসে আহত দুজনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘আহত এবং অভিযুক্ত উভয়ই দশম শ্রেণির শিক্ষার্থী। তবে যারা হামলা করেছে, তারা আজ স্কুলে অনুপস্থিত ছিল। শুনেছি তাদের মধ্যে আগে কথা-কাটাকাটি হয়েছিল। এর জেরে হামলা চালানো হতে পারে।’
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-শাফী বলেন, আহতদের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের মিঠামইনে স্কুল প্রাঙ্গণে সহপাঠীদের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকী-ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো ঢাকী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে মো. মোশাহিদ এবং আলাল উদ্দিনের ছেলে মো. জাবেদ। তারা দুজনই ঢাকী-ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মোশাহিদ ও জাবেদ সহপাঠীদের সঙ্গে স্কুল প্রাঙ্গণে গল্প করছিল। এ সময় তাদের কয়েক কয়েকজন সহপাঠী এসে তর্কে জড়ায়। একপর্যায়ে হঠাৎ কোমর থেকে ছুরি বের জাভেদ ও মোশাহিদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এসে আহত দুজনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘আহত এবং অভিযুক্ত উভয়ই দশম শ্রেণির শিক্ষার্থী। তবে যারা হামলা করেছে, তারা আজ স্কুলে অনুপস্থিত ছিল। শুনেছি তাদের মধ্যে আগে কথা-কাটাকাটি হয়েছিল। এর জেরে হামলা চালানো হতে পারে।’
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-শাফী বলেন, আহতদের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৭ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
২৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে