প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২২০ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৩, হোসেনপুর উপজেলায় ৩, পাকুন্দিয়া উপজেলায় ১, কটিয়াদী উপজেলায় ৬, কুলিয়ারচর উপজেলায় ২, ভৈরব উপজেলায় ৩, বাজিতপুর উপজেলায় ৪ ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৫৬ জন; যাঁদের মধ্যে ৯ জন আইসিইউতে রয়েছেন।
বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী আছেন ১ হাজার ৮৪৩ জন। তাঁদের মধ্যে ৬৮ জন হাসপাতালে ও ১ হাজার ৭৭৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।
জেলায় বর্তমানে করোনা আক্রান্ত ১ হাজার ৮৪৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৮৩৫, হোসেনপুর উপজেলায় ১২৩, করিমগঞ্জ উপজেলায় ৫৩, তাড়াইল উপজেলায় ৪১, পাকুন্দিয়া উপজেলায় ১৬৫, কটিয়াদী উপজেলায় ২৪১, কুলিয়ারচর উপজেলায় ৪৪, ভৈরব উপজেলায় ১৮৯, নিকলী উপজেলায় ১৭, বাজিতপুর উপজেলায় ৮০, ইটনা উপজেলায় ৩১, মিঠামইন উপজেলায় ১৯ ও অষ্টগ্রাম উপজেলায় ৫ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৩৬ এবং মারা গেছেন ১৩৬ জন।

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২২০ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৩, হোসেনপুর উপজেলায় ৩, পাকুন্দিয়া উপজেলায় ১, কটিয়াদী উপজেলায় ৬, কুলিয়ারচর উপজেলায় ২, ভৈরব উপজেলায় ৩, বাজিতপুর উপজেলায় ৪ ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৫৬ জন; যাঁদের মধ্যে ৯ জন আইসিইউতে রয়েছেন।
বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী আছেন ১ হাজার ৮৪৩ জন। তাঁদের মধ্যে ৬৮ জন হাসপাতালে ও ১ হাজার ৭৭৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।
জেলায় বর্তমানে করোনা আক্রান্ত ১ হাজার ৮৪৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৮৩৫, হোসেনপুর উপজেলায় ১২৩, করিমগঞ্জ উপজেলায় ৫৩, তাড়াইল উপজেলায় ৪১, পাকুন্দিয়া উপজেলায় ১৬৫, কটিয়াদী উপজেলায় ২৪১, কুলিয়ারচর উপজেলায় ৪৪, ভৈরব উপজেলায় ১৮৯, নিকলী উপজেলায় ১৭, বাজিতপুর উপজেলায় ৮০, ইটনা উপজেলায় ৩১, মিঠামইন উপজেলায় ১৯ ও অষ্টগ্রাম উপজেলায় ৫ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৩৬ এবং মারা গেছেন ১৩৬ জন।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩১ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৫ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৮ মিনিট আগে