মোহাম্মদ আরীফুল ইসলাম, প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

সারা জীবন যিনি দেশ ও মাতৃকার কল্যাণে নিজেকে উৎসর্গ করে গেলের তাঁর জন্ম কিংবা মৃত্যু দিবসেও তাঁকে স্মরণ করার মত কেউ নেই। প্রতি বছর তাই অনেকটা নীরবেই চলে যায় মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর মৃত্যু কিংবা জন্ম দিন। এ দেশের মানুষ ভুলে গেছে কে ছিল মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী? কী ছিল তাঁর অবদান?
ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক মহানায়ক ছিলেন মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। বিপ্লবী কাজের জন্য যিনি নেলসন ম্যান্ডেলার থেকেও বেশি সময় জেলে কাটিয়েছেন। জীবনের ৩০ বছর ছিলেন তিনি জেলে। আজ ৯ আগস্ট তাঁর ৫১ তম প্রয়াণ দিবস।
১৮৮৯ সালের ৫ মে ময়মনসিংহ (বর্তমানে কিশোরগঞ্জ) জেলার কুলিয়ারচর উপজেলার কাপাসাটিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি।
১৭৫৭ সালের ২৩ জুন যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইংরেজরা ভারতবর্ষ দখল করে। স্বাধীনতা হারায় ভারতবাসী। ব্রিটিশদের কাছ থেকে সে স্বাধীনতা ফিরিয়ে আনতে জীবনের সবটুকু সময় বিসর্জন দিয়েছেন মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী।
দেশ ও মানুষের কথা ভেবে চিরকুমার ছিলেন তিনি। ১৯৬৭ সালে তাঁর লেখা 'জেলে তিরিশ বছর ও পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম' বই থেকে জানা যায়, 'পৃথিবীতে সম্ভবত আমিই রাজনৈতিক আন্দোলন করার কারণে সর্বাধিক সময় জেলখানায় অতিবাহিত করেছি। মাঝখানে দু-এক মাস বিরতি ছাড়া আমি টানা ৩০ বছর জেলখানায় কাটিয়েছি এবং ৪-৫ বৎসর অজ্ঞাতবাসে কাটিয়েছি। জেলখানার পেনাল কোডে যেসব শাস্তির কথা লেখা আছে এবং যেসব শাস্তির কথা লেখা নাই তাহার প্রায় সব সাজাই ভোগ করিয়েছি।'
১৯৭০ সালের ৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ মহারাজকে বাঙালি জাতি স্মরণ করতে না জানলেও ভারতবাসী এখনও স্মরণ করে যাচ্ছে।

সারা জীবন যিনি দেশ ও মাতৃকার কল্যাণে নিজেকে উৎসর্গ করে গেলের তাঁর জন্ম কিংবা মৃত্যু দিবসেও তাঁকে স্মরণ করার মত কেউ নেই। প্রতি বছর তাই অনেকটা নীরবেই চলে যায় মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর মৃত্যু কিংবা জন্ম দিন। এ দেশের মানুষ ভুলে গেছে কে ছিল মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী? কী ছিল তাঁর অবদান?
ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক মহানায়ক ছিলেন মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। বিপ্লবী কাজের জন্য যিনি নেলসন ম্যান্ডেলার থেকেও বেশি সময় জেলে কাটিয়েছেন। জীবনের ৩০ বছর ছিলেন তিনি জেলে। আজ ৯ আগস্ট তাঁর ৫১ তম প্রয়াণ দিবস।
১৮৮৯ সালের ৫ মে ময়মনসিংহ (বর্তমানে কিশোরগঞ্জ) জেলার কুলিয়ারচর উপজেলার কাপাসাটিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি।
১৭৫৭ সালের ২৩ জুন যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইংরেজরা ভারতবর্ষ দখল করে। স্বাধীনতা হারায় ভারতবাসী। ব্রিটিশদের কাছ থেকে সে স্বাধীনতা ফিরিয়ে আনতে জীবনের সবটুকু সময় বিসর্জন দিয়েছেন মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী।
দেশ ও মানুষের কথা ভেবে চিরকুমার ছিলেন তিনি। ১৯৬৭ সালে তাঁর লেখা 'জেলে তিরিশ বছর ও পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম' বই থেকে জানা যায়, 'পৃথিবীতে সম্ভবত আমিই রাজনৈতিক আন্দোলন করার কারণে সর্বাধিক সময় জেলখানায় অতিবাহিত করেছি। মাঝখানে দু-এক মাস বিরতি ছাড়া আমি টানা ৩০ বছর জেলখানায় কাটিয়েছি এবং ৪-৫ বৎসর অজ্ঞাতবাসে কাটিয়েছি। জেলখানার পেনাল কোডে যেসব শাস্তির কথা লেখা আছে এবং যেসব শাস্তির কথা লেখা নাই তাহার প্রায় সব সাজাই ভোগ করিয়েছি।'
১৯৭০ সালের ৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ মহারাজকে বাঙালি জাতি স্মরণ করতে না জানলেও ভারতবাসী এখনও স্মরণ করে যাচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে