Ajker Patrika

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

কিশোরগঞ্জ প্রতিনিধি
রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো
১০ টাকা লিটার দুধ কিনতে আসা ক্রেতারা। ছবি: আজকের পত্রিকা

দ্রব্যমূল্যের বাজারে সাধারণ মানুষের কথা চিন্তা করে এবারও রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের জেসি এগ্রো ফার্ম। এবার রমজানের ৩০ দিনে তিন টন দুধ বিক্রি করবে ফার্মটি।

গত চার বছর সাধারণ মানুষের মাঝে ফার্মটি থেকে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি করা হয়েছে। মানবিক উদ্যোগ হিসেবে গত বছর ফার্মটি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বেস্ট প্র্যাকটিস সম্মাননা লাভ করেছিল। এর ধারাবাহিকতায় এবারও ১০ টাকা লিটার দুধ বিক্রি করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেসি এগ্রো ফার্মের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ। তিনি জানান, পাঁচ বছর আগে ব্যবসায়ী মো. এরশাদ উদ্দিন তাঁর রৌহা গ্রামের বাড়িতে জেসি এগ্রো ফার্মটি প্রতিষ্ঠা করেছেন। খামারটিতে দুগ্ধ উৎপাদন ও গরু মোটাতাজা করা হয়। খামার থেকে প্রতিদিন ৯০-১০০ লিটার দুধ পাওয়া যায়। সাধারণ মানুষ রমজান মাসে দামের জন্য দুধ কিনতে পারেন না। তাঁদের কথা ভেবেই খামারটি শুরু করার পর থেকেই প্রতিবছর রমজান মাসে দুধ ১০ টাকা লিটারে বিক্রি করে আসছেন।

ফার্মের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ বলেন, খামার মালিক এরশাদ উদ্দিন ওমরাহ করার জন্য বর্তমানে সৌদি আরবে রয়েছেন। কিন্তু ফার্মটি চালু থাকলে তিনি যে অবস্থাতেই থাকেন না কেন রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রির কার্যক্রমটি আমাদের অব্যাহত রাখার নির্দেশনা দিয়ে রেখেছেন। এ অনুযায়ী এবারও প্রথম রমজান থেকে ফার্ম থেকে ১০ টাকা লিটার দুধ বিক্রি শুরু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত