খুলনা প্রতিনিধি

খুলনার সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার খুলনার পৃথক দুটি আদালতের বিচারক এই আদেশ দেন।
এর আগে চার মামলায় তাকে ওই দুটি আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালত পরিদর্শক মো. শাহাজাহান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দিঘলিয়ার তিনটি ও ফুলতলার একটি মামলায় সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীকে দুটি পৃথক আদালতে হাজির করা হয়। তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত।’
আদালতের বিচারকেরা হলেন–সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তাকিয়া সুলতানা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আলতাফ মাহমুদ।
এদিকে সাবেক এমপি সালাম মুর্শেদীকে দেখতে উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় করেন। এ সময় তারা ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। তাদের সামলাতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ অক্টোবর দিঘলিয়া উপজেলার চন্দনীমহল (কাটাবন) ঘাটে বিএনপির নেতা কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য শেখ হেলালসহ ২১৪ জনকে আসামি করা হয়। আর সালাম মুর্শেদী এ মামলার ৯ নম্বর আসামি।
বাদী কাজী আনোয়ার হোসেন বাবু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি সালাম মুর্শেদীর আইনজীবীরা জামিন নেওয়ার জন্য আদালতে আবেদন করেছিল। কিন্তু আদালত না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছেন।’
দিঘলিয়া থানার অপর মামলাটি গত ২৭ আগস্ট দায়ের করেন উপজেলার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সোহেল পারভেজ। এজাহারে তিনি উল্লেখ করেছেন, ২০২২ সালের ২৫ আগস্ট বিএনপি নেতা আজিজুল বারী হেলাল খুলনার দিঘলিয়ায় আসেন। এ উপলক্ষে উপজেলা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সোহেল পারভেজ দলীয় নেতা কর্মী নিয়ে ফেরিঘাটের সামনে অবস্থান করেন।
বেলা সাড়ে ৩টার দিকে অস্ত্রধারীরা অতর্কিতভাবে সালাম মুর্শেদীর নির্দেশে তাদের ওপর হামলা চালায়। উপস্থিত নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করার জন্য গুলি ও বোমা নিক্ষেপ করতে থাকে। এ সময়ে বিএনপির কিছু নেতা–কর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় বিএনপির ওয়ার্ড নেতা সালাম মুর্শেদীকে এক নম্বর আসামি করে ৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দিঘলিয়া থানায় গত ২৯ আগস্ট আরও একটি মামলাটি করেন বিএনপি নেতা মোল্লা খায়রুল ইসলাম। এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ২৫ আগস্ট বিএনপি নেতা আজিজুল বারী হেলাল খুলনার দিঘলিয়ায় আসেন। এ উপলক্ষে উপজেলা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সোহেল পারভেজ দলীয় নেতা–কর্মী নিয়ে ফেরি ঘাটের সামনে অবস্থান করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে অস্ত্রধারীরা অতর্কিতভাবে সালাম মুর্শেদীর নির্দেশে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় সালাম মুর্শেদীকে এক নম্বর আসামি করে ৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ ছাড়া চতুর্থ মামলাটি গত ২৯ আগস্ট ফুলতলা থানায় দায়ের করা হয়। বাদী জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পি এজাহারে উল্লেখ করেছেন, ২০২২ সালের ২২ অক্টোবর বিভাগীয় সমাবেশ সফল করার জন্য তিনি প্রায় ২ হাজার নেতা–কর্মী নিয়ে স্থলপথে খুলনা ডাকবাংলা মোড়ের উদ্দেশ্যে যাত্রা করেন।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা তাদের বাধা দেয়। বাধা পেয়ে ফুলতলা শিকিড়হাট থেকে ১০টি ট্রলারযোগে খুলনার উদ্দেশ্যে রওনা হন। দিঘলিয়া থানার চন্দনীমহল কাটাবনে পৌঁছামাত্র আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে। এ মামলায় সালাম মুর্শেদী ১১ নম্বর আসামি।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও মহানগর পিপি অ্যাডভোকেট শহীদুল আলম।
উল্লেখ্য, গত ১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেপ্তার করে র্যাব। তিনি গত ৮ আগস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

খুলনার সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার খুলনার পৃথক দুটি আদালতের বিচারক এই আদেশ দেন।
এর আগে চার মামলায় তাকে ওই দুটি আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালত পরিদর্শক মো. শাহাজাহান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দিঘলিয়ার তিনটি ও ফুলতলার একটি মামলায় সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীকে দুটি পৃথক আদালতে হাজির করা হয়। তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত।’
আদালতের বিচারকেরা হলেন–সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তাকিয়া সুলতানা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আলতাফ মাহমুদ।
এদিকে সাবেক এমপি সালাম মুর্শেদীকে দেখতে উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় করেন। এ সময় তারা ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। তাদের সামলাতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ অক্টোবর দিঘলিয়া উপজেলার চন্দনীমহল (কাটাবন) ঘাটে বিএনপির নেতা কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য শেখ হেলালসহ ২১৪ জনকে আসামি করা হয়। আর সালাম মুর্শেদী এ মামলার ৯ নম্বর আসামি।
বাদী কাজী আনোয়ার হোসেন বাবু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি সালাম মুর্শেদীর আইনজীবীরা জামিন নেওয়ার জন্য আদালতে আবেদন করেছিল। কিন্তু আদালত না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছেন।’
দিঘলিয়া থানার অপর মামলাটি গত ২৭ আগস্ট দায়ের করেন উপজেলার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সোহেল পারভেজ। এজাহারে তিনি উল্লেখ করেছেন, ২০২২ সালের ২৫ আগস্ট বিএনপি নেতা আজিজুল বারী হেলাল খুলনার দিঘলিয়ায় আসেন। এ উপলক্ষে উপজেলা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সোহেল পারভেজ দলীয় নেতা কর্মী নিয়ে ফেরিঘাটের সামনে অবস্থান করেন।
বেলা সাড়ে ৩টার দিকে অস্ত্রধারীরা অতর্কিতভাবে সালাম মুর্শেদীর নির্দেশে তাদের ওপর হামলা চালায়। উপস্থিত নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করার জন্য গুলি ও বোমা নিক্ষেপ করতে থাকে। এ সময়ে বিএনপির কিছু নেতা–কর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় বিএনপির ওয়ার্ড নেতা সালাম মুর্শেদীকে এক নম্বর আসামি করে ৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দিঘলিয়া থানায় গত ২৯ আগস্ট আরও একটি মামলাটি করেন বিএনপি নেতা মোল্লা খায়রুল ইসলাম। এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ২৫ আগস্ট বিএনপি নেতা আজিজুল বারী হেলাল খুলনার দিঘলিয়ায় আসেন। এ উপলক্ষে উপজেলা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সোহেল পারভেজ দলীয় নেতা–কর্মী নিয়ে ফেরি ঘাটের সামনে অবস্থান করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে অস্ত্রধারীরা অতর্কিতভাবে সালাম মুর্শেদীর নির্দেশে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় সালাম মুর্শেদীকে এক নম্বর আসামি করে ৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ ছাড়া চতুর্থ মামলাটি গত ২৯ আগস্ট ফুলতলা থানায় দায়ের করা হয়। বাদী জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পি এজাহারে উল্লেখ করেছেন, ২০২২ সালের ২২ অক্টোবর বিভাগীয় সমাবেশ সফল করার জন্য তিনি প্রায় ২ হাজার নেতা–কর্মী নিয়ে স্থলপথে খুলনা ডাকবাংলা মোড়ের উদ্দেশ্যে যাত্রা করেন।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা তাদের বাধা দেয়। বাধা পেয়ে ফুলতলা শিকিড়হাট থেকে ১০টি ট্রলারযোগে খুলনার উদ্দেশ্যে রওনা হন। দিঘলিয়া থানার চন্দনীমহল কাটাবনে পৌঁছামাত্র আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে। এ মামলায় সালাম মুর্শেদী ১১ নম্বর আসামি।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও মহানগর পিপি অ্যাডভোকেট শহীদুল আলম।
উল্লেখ্য, গত ১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেপ্তার করে র্যাব। তিনি গত ৮ আগস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১৮ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেট কারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে