
খুলনার পাইকগাছায় সেচ মোটরসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার আলমতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আলমতলা এলাকার নূরুল ইসলাম জমাদ্দারের ছেলে তনু (২২) এবং একই এলাকার সুমন ইসলাম (২১)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, গত ৪ ফেব্রুয়ারি আলমতলা এলাকায় আজিজুর রহমান ভুট্ট বাড়ি থেকে চোরেরা বিদ্যুৎ-চালিত সেচ মোটর চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী থানায় জানালে শনিবার রাতে তনু ও সুমন ইসলামকে আটক করা হয়। তাঁরা দুজনই মোটর চুরির কথা স্বীকার করে বলেন, পৌর সদরের আনিছ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। আনিছ মোটরটি পৌর সদরে সাঈদি ইলেকট্রনিকসের এরশাদের দোকানে সারাই করতে দেন। সেখান থেকে পুলিশ চোরাই মোটরটি উদ্ধার করে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, তনু ও সুমন পেশাদার চোর। তাঁদের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। আজ সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৮ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৮ মিনিট আগে