ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়ার এবং আরও দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃদের আদালতে হাজির করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের মো. কামাল শেখ (৪৫), সোহরব শেখের ছেলে বাচ্চু শেখ (৪০) ও একই এলাকার মজিদ শেখের ছেলে সুমন শেখ (২৫)।
তিনজনকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম।
ওসি আশরাফুল জানান, গত ১০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার ভাই ভাই ট্রেডার্স নামক ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক ভাঙারির ব্যবসায়ী মো. ইসমাইল ভূইয়ার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় অভিযুক্ত মো. কামাল শেখ, বাচ্চু শেখ ও সুমন শেখ এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে হত্যার হুমকি দেন তাঁরা। এ সময় ভাঙারি ব্যবসায়ী ইসমাইল ভূইয়ার কাছে থাকা ৫০ হাজার টাকা তাঁরা ছিনিয়ে নেন। পরে তাঁদের দাবি করা বাকি দেড় লাখ টাকা ১১ ফেব্রুয়ারির মধ্যে না দিলে ভিকটিমকে হত্যা করাসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবে বলে হুমকি দেওয়া হয়।
খবর পেয়ে থানার পুলিশ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল ভূইয়া গতকাল সোমবার রাতে তিনজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওসি আশরাফুল বলেন, ‘মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।’

বাগেরহাটের ফকিরহাটে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়ার এবং আরও দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃদের আদালতে হাজির করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের মো. কামাল শেখ (৪৫), সোহরব শেখের ছেলে বাচ্চু শেখ (৪০) ও একই এলাকার মজিদ শেখের ছেলে সুমন শেখ (২৫)।
তিনজনকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম।
ওসি আশরাফুল জানান, গত ১০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার ভাই ভাই ট্রেডার্স নামক ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক ভাঙারির ব্যবসায়ী মো. ইসমাইল ভূইয়ার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় অভিযুক্ত মো. কামাল শেখ, বাচ্চু শেখ ও সুমন শেখ এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে হত্যার হুমকি দেন তাঁরা। এ সময় ভাঙারি ব্যবসায়ী ইসমাইল ভূইয়ার কাছে থাকা ৫০ হাজার টাকা তাঁরা ছিনিয়ে নেন। পরে তাঁদের দাবি করা বাকি দেড় লাখ টাকা ১১ ফেব্রুয়ারির মধ্যে না দিলে ভিকটিমকে হত্যা করাসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবে বলে হুমকি দেওয়া হয়।
খবর পেয়ে থানার পুলিশ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল ভূইয়া গতকাল সোমবার রাতে তিনজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওসি আশরাফুল বলেন, ‘মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।’

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
১ ঘণ্টা আগে