
পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোছাল সরদার (৫৫) নামের মোটরচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ দুজন। আজ সোমবার সকালে কয়রা-পাইকগাছা সড়কের ফ্যান্টাসি গার্ডেন অ্যান্ড পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতর ভাইপো নুর ইসলাম সরদার বাদী হয়ে চালকের নামে থানায় মামলা করেছেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের এলাকাবাসী পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাস্থল থেকে বাস জব্দ করে থানায় আনা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল-আমীন আজকের পত্রিকাকে বলেন, কয়রা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা খুলনা মেট্রো-জ-১৪-২৭১৪ যাত্রীবাহী বাস উপজেলার লস্কর ইউনিয়নের ইব্রাহীম গার্ডেনের সামনে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানের পেছনে ধাক্কা দেয়। তাতে ভ্যানে থাকা তিন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। এলাকাবাসী তাঁদের পাইকগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের মোছাল সরদারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজন হলেন একই এলাকার লেওকত গাজী (৫২) এবং ভ্যানচালক লিটন গাজী (২৭)। দুজনই পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন।
পাইকগাছা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুজন কুমার সরকার বলেন, মোছাল সরদার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৯টার দিকে মারা যান। তবে অন্যরা শঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তা ছাড়া থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে