Ajker Patrika

পচা মাংসের বিরিয়ানি বিক্রির অভিযোগে রেস্তোরাঁ মালিককে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পচা মাংসের বিরিয়ানি বিক্রির অভিযোগে রেস্তোরাঁ মালিককে জরিমানা

খুলনার পাইকগাছায় পচা মাংসের বিরিয়ানি বিক্রির অভিযোগে এক রেস্তোরাঁ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসদের কাচ্চি বিরিয়ানি ঘরে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাচ্চি বিরিয়ানি ঘরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বিরিয়ানি খেতে যান। তাঁরা খাওয়ার সময় বিরিয়ানিতে পচা মাংসের গন্ধ পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ ওই বিরিয়ানি বদলে নতুন বিরিয়ানি দেন। আর পচা মাংসের বিরিয়ানি ফেলতে গেলে তাঁদের চিৎকারে আশপাশের ব্যবসায়ীসহ পথচারীরা কাচ্চি বিরিয়ানি সামনে অবস্থান নেন। এ সময় উপস্থিত লোকজন কাচ্চি বিরিয়ানি হোটেল মালিকের কাছে পচা মাংস না মরা ছাগলের মাংস জানতে চান। এ সময় উত্তেজনা তৈরি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই শিক্ষার্থীরা আল-আমিনসসহ কাচ্চি বাড়ি রেস্টুরেন্ট মালিক আক্তার হোসনের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কাচ্চি বাড়ি রেস্তোরাঁর মালিক আক্তার হোসেন জানান, বড়দল থেকে মাংস আনেন। মরা কি পচা জানেন না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

এনসিপিকে ১০ আসন দেওয়ার খবর কাল্পনিক: জামায়াতের তাহের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত