তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তালা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির জরুরি সভায় তাঁকে বরখাস্ত করা হয়। এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
তালা ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিক জানান, ২০১৮ সালের ১ অক্টোবর তালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আবুল ফজল মো. নুরুল্লাহ। যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও এলাকাবাসী তাকে কয়েক দফা সতর্ক করে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।
সম্প্রতি অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহর বিরুদ্ধে প্রতিষ্ঠানে আয়-ব্যয়, কমিটির সদস্যদের অমান্য করা, মাদ্রাসার কমিটি গঠন প্রক্রিয়ার কাজ আটকে রাখাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে কমিটির জরুরি সভায় তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়। কিন্তু স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে থাকেন অধ্যক্ষ নুরুল্লাহ। এ সময় তাকে প্রথমে কারণ দর্শানের নোটিশ এবং পরবর্তীতে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
তবে মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তালা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির জরুরি সভায় তাঁকে বরখাস্ত করা হয়। এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
তালা ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিক জানান, ২০১৮ সালের ১ অক্টোবর তালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আবুল ফজল মো. নুরুল্লাহ। যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও এলাকাবাসী তাকে কয়েক দফা সতর্ক করে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।
সম্প্রতি অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহর বিরুদ্ধে প্রতিষ্ঠানে আয়-ব্যয়, কমিটির সদস্যদের অমান্য করা, মাদ্রাসার কমিটি গঠন প্রক্রিয়ার কাজ আটকে রাখাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে কমিটির জরুরি সভায় তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়। কিন্তু স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে থাকেন অধ্যক্ষ নুরুল্লাহ। এ সময় তাকে প্রথমে কারণ দর্শানের নোটিশ এবং পরবর্তীতে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
তবে মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১৮ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২০ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে