
যশোরের মনিরামপুরে মৌমাছির হুলে কওছার গাজী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় পথচারী ও শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার মনিরামপুর-কালিবাড়ি সড়কের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কওছার গাজী খানপুর গ্রামের জবেদ আলীর ছেলে। তিনি কামালপুর এলাকায় সোহাগ হোসেনের কাঠগোলায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
আহতদের মধ্যে গোবিন্দপুর গ্রামের হাফিজুর রহমান, খানপুর গ্রামের সুমন হোসেন, মুন্সিখানপুর গ্রামের আলমগীর হোসেন ও ভরতপুর গ্রামের আবুল হোসেনকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া হাবিবুল্লাহ, অন্তরা, কালিদাস ও সোহাগ হোসেন নামের চারজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের উদ্ধারকারী ডালিম হোসেন বলেন, দুপুরে কামালপুর এলাকায় সোহাগের কাঠ গোলায় কাজ করছিলেন কওছার। এ সময় পাশের মেহগনিগাছে থাকা মৌমাছির চাকে হানা দেয় বাজপাখি। তখন মৌমাছি ছুটে এসে কওছার গাজীকে হুল ফুটায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন কওছার। এরপর ওই রাস্তা দিয়ে স্কুল শিক্ষার্থীরাসহ যত লোক পার হচ্ছিলেন তাদের সবাই মৌমাছির আক্রমণের শিকার হন।
আহত ইজিবাইকচালক হাফিজুর রহমান বলেন, ‘আমি ইজিবাইক নিয়ে নেহালপুরে ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে পড়ে তিনজন কাতরাচ্ছেন। তাদের দেখে এগিয়ে গেলে আমি মৌমাছির হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরিদ উদ্দিন বলেন, দুপুরে মৌমাছির হুলে ৮-১০ জন হাসপাতালে এসেছিলেন। তাঁদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে কওছার আলী নামে একজন মারা গেছেন। চারজন ভর্তি আছেন। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘মৌমাছির হুলে হতাহতের ঘটনা আমাদের কেউ জানায়নি।’

যশোরের মনিরামপুরে মৌমাছির হুলে কওছার গাজী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় পথচারী ও শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার মনিরামপুর-কালিবাড়ি সড়কের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কওছার গাজী খানপুর গ্রামের জবেদ আলীর ছেলে। তিনি কামালপুর এলাকায় সোহাগ হোসেনের কাঠগোলায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
আহতদের মধ্যে গোবিন্দপুর গ্রামের হাফিজুর রহমান, খানপুর গ্রামের সুমন হোসেন, মুন্সিখানপুর গ্রামের আলমগীর হোসেন ও ভরতপুর গ্রামের আবুল হোসেনকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া হাবিবুল্লাহ, অন্তরা, কালিদাস ও সোহাগ হোসেন নামের চারজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের উদ্ধারকারী ডালিম হোসেন বলেন, দুপুরে কামালপুর এলাকায় সোহাগের কাঠ গোলায় কাজ করছিলেন কওছার। এ সময় পাশের মেহগনিগাছে থাকা মৌমাছির চাকে হানা দেয় বাজপাখি। তখন মৌমাছি ছুটে এসে কওছার গাজীকে হুল ফুটায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন কওছার। এরপর ওই রাস্তা দিয়ে স্কুল শিক্ষার্থীরাসহ যত লোক পার হচ্ছিলেন তাদের সবাই মৌমাছির আক্রমণের শিকার হন।
আহত ইজিবাইকচালক হাফিজুর রহমান বলেন, ‘আমি ইজিবাইক নিয়ে নেহালপুরে ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে পড়ে তিনজন কাতরাচ্ছেন। তাদের দেখে এগিয়ে গেলে আমি মৌমাছির হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরিদ উদ্দিন বলেন, দুপুরে মৌমাছির হুলে ৮-১০ জন হাসপাতালে এসেছিলেন। তাঁদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে কওছার আলী নামে একজন মারা গেছেন। চারজন ভর্তি আছেন। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘মৌমাছির হুলে হতাহতের ঘটনা আমাদের কেউ জানায়নি।’

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
২৫ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৩৮ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২ ঘণ্টা আগে