গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ধানগাছে মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়ে সুফল মিলছে না। এতে আমনের আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
গাংনী উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে জানা গেছে, আমনখেতে মাজরা পোকা দেখা দিয়েছে। এর সঙ্গে গোড়া পচা রোগ ধরেছে। বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা।
উপজেলার ভরাট মাঠের আমন চাষি মশিউর রহমান বলেন, ‘আমনখেতে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের শিষ না আসতেই এমন রোগ দেখা দেওয়ায় হতাশ আমরা। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেছি। পোকার আক্রমণ কিছুটা কমলেও এখনো সম্পূর্ণভাবে সমাধান হয়নি। যদি এই রোগ দূর করা না যায়, তবে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়তে হবে।
তেরাইল মাঠের আমনচাষি পলাশ আহমেদ বলেন, ‘আমনে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে আছি। বর্তমানে আবাদ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আবাদসংক্রান্ত সবকিছুর দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর মধ্যে আবার গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করছি, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না।’
মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগে ধানগাছ আক্রান্ত হয়েছে বলে জানান উপজেলার বামন্দী মাঠের আমনচাষি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘অনেক চাষি কীটনাশক প্রয়োগ করছে। আমিও ধানে কীটনাশক দিয়েছি। তবে খেতে পরিপূর্ণ পানি দেওয়া হলে পোকার আক্রমণ কমে যেতে পারে।’
গাংনী উপজেলা কৃষি কার্যালয় জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা রয়েছে ১৪ হাজার ২০০ হেক্টর জমিতে। আমনে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দেওয়ায় উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে আমনচাষিদের।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, মাজরা পোকার প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, তখন ধানখেত থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়। তা ছাড়া ধানের জমিতে ১০০ মিটারের মধ্যে ১০ থেকে ১৫টি মরা শিষ অথবা পাঁচটি মরা শিষ পাওয়া গেলে ভিরতাকো ৪০ ডব্লিউজি, এসিমিক্স, ফেনজেট, বেল্ট এক্সপার্টসহ বিভিন্ন কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে হবে। কৃষি অফিস থেকে চাষিদের সঙ্গে সার্বিক যোগাযোগ করে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

মেহেরপুরের গাংনীতে ধানগাছে মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়ে সুফল মিলছে না। এতে আমনের আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
গাংনী উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে জানা গেছে, আমনখেতে মাজরা পোকা দেখা দিয়েছে। এর সঙ্গে গোড়া পচা রোগ ধরেছে। বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা।
উপজেলার ভরাট মাঠের আমন চাষি মশিউর রহমান বলেন, ‘আমনখেতে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের শিষ না আসতেই এমন রোগ দেখা দেওয়ায় হতাশ আমরা। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেছি। পোকার আক্রমণ কিছুটা কমলেও এখনো সম্পূর্ণভাবে সমাধান হয়নি। যদি এই রোগ দূর করা না যায়, তবে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়তে হবে।
তেরাইল মাঠের আমনচাষি পলাশ আহমেদ বলেন, ‘আমনে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে আছি। বর্তমানে আবাদ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আবাদসংক্রান্ত সবকিছুর দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর মধ্যে আবার গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করছি, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না।’
মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগে ধানগাছ আক্রান্ত হয়েছে বলে জানান উপজেলার বামন্দী মাঠের আমনচাষি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘অনেক চাষি কীটনাশক প্রয়োগ করছে। আমিও ধানে কীটনাশক দিয়েছি। তবে খেতে পরিপূর্ণ পানি দেওয়া হলে পোকার আক্রমণ কমে যেতে পারে।’
গাংনী উপজেলা কৃষি কার্যালয় জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা রয়েছে ১৪ হাজার ২০০ হেক্টর জমিতে। আমনে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দেওয়ায় উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে আমনচাষিদের।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, মাজরা পোকার প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, তখন ধানখেত থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়। তা ছাড়া ধানের জমিতে ১০০ মিটারের মধ্যে ১০ থেকে ১৫টি মরা শিষ অথবা পাঁচটি মরা শিষ পাওয়া গেলে ভিরতাকো ৪০ ডব্লিউজি, এসিমিক্স, ফেনজেট, বেল্ট এক্সপার্টসহ বিভিন্ন কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে হবে। কৃষি অফিস থেকে চাষিদের সঙ্গে সার্বিক যোগাযোগ করে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে