কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে একই দিনে তিন ব্যক্তিকে চিরকুট পাঠিয়েছে কে বা কারা। এ ঘটনায় আজ শুক্রবার রবিউল ইসলাম নামে একজন থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে গত বুধবার (৭ ফেব্রুয়ারি) এ চিরকুট পান ভুক্তভোগীরা।
কোটচাঁদপুর থানার পরিদর্শক সৈয়দ আল-মামুন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তবে এটা তেমন কোনো চাঁদা চাওয়ার মতো ঘটনা না। নিজের ছেলেসহ আরও কয়েকজন ছাদে খেলাধুলা করে। এটা ওই ধরনের ছেলেরা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘এটা খুব কাঁচা হাতের লেখা। চিঠি পড়ে তেমন মনে হয়েছে। রাতে ঘটনাস্থলে যাব। দেখি প্রকৃত পক্ষে কি ঘটেছে।’
ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, বুধবার সকালে আমার ছেলের বউ সোনিয়া খাতুন বাড়ির উঠানে কাজ করার সময় ভ্যানের ওপর ভাঁজ করা চিঠিটি দেখতে পান। তাতে আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ওই চিঠিতে।
একই দিন সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী আবুল কাশেমের বাড়ির ছাদে কাপড় দিতে যান সোনিয়া খাতুন। ওখানেও ভাঁজ করা চিরকুট দেখতে পান। ওই চিরকুটে আবুল কাশেমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
বেলা ১১টায় জাকির হোসেন ওরফে সুমনের মা রুবিনা খাতুন নিজ ছাদে একই রকম কাগজে লেখা চিরকুট পান। ওই চিরকুটে সুমনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তিনি বলেন, তিনটি চিঠিতে লেখা ছিল, আগামী ২০ তারিখের মধ্যে ওই চাঁদার টাকা পরিশোধ করার কথা। তবে কোথায় কখন এ টাকা দিতে হবে, তা পরবর্তী চিঠি দিয়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে অপর ভুক্তভোগী আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সঙ্গে কারও কোন শত্রুতা নাই। তবে কে কেন এ ধরনের চিঠি দিল বুঝতে পারছি না।’

চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে একই দিনে তিন ব্যক্তিকে চিরকুট পাঠিয়েছে কে বা কারা। এ ঘটনায় আজ শুক্রবার রবিউল ইসলাম নামে একজন থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে গত বুধবার (৭ ফেব্রুয়ারি) এ চিরকুট পান ভুক্তভোগীরা।
কোটচাঁদপুর থানার পরিদর্শক সৈয়দ আল-মামুন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তবে এটা তেমন কোনো চাঁদা চাওয়ার মতো ঘটনা না। নিজের ছেলেসহ আরও কয়েকজন ছাদে খেলাধুলা করে। এটা ওই ধরনের ছেলেরা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘এটা খুব কাঁচা হাতের লেখা। চিঠি পড়ে তেমন মনে হয়েছে। রাতে ঘটনাস্থলে যাব। দেখি প্রকৃত পক্ষে কি ঘটেছে।’
ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, বুধবার সকালে আমার ছেলের বউ সোনিয়া খাতুন বাড়ির উঠানে কাজ করার সময় ভ্যানের ওপর ভাঁজ করা চিঠিটি দেখতে পান। তাতে আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ওই চিঠিতে।
একই দিন সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী আবুল কাশেমের বাড়ির ছাদে কাপড় দিতে যান সোনিয়া খাতুন। ওখানেও ভাঁজ করা চিরকুট দেখতে পান। ওই চিরকুটে আবুল কাশেমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
বেলা ১১টায় জাকির হোসেন ওরফে সুমনের মা রুবিনা খাতুন নিজ ছাদে একই রকম কাগজে লেখা চিরকুট পান। ওই চিরকুটে সুমনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তিনি বলেন, তিনটি চিঠিতে লেখা ছিল, আগামী ২০ তারিখের মধ্যে ওই চাঁদার টাকা পরিশোধ করার কথা। তবে কোথায় কখন এ টাকা দিতে হবে, তা পরবর্তী চিঠি দিয়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে অপর ভুক্তভোগী আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সঙ্গে কারও কোন শত্রুতা নাই। তবে কে কেন এ ধরনের চিঠি দিল বুঝতে পারছি না।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে