পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর বুকভরা আশা নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছিলেন উপকূলীয় কয়েক হাজার জেলে। ভরা মৌসুমে ইলিশ শিকারে গেলেও লঘুচাপ থেকে নিম্নচাপ হওয়ায় সাগর উত্তাল হয়ে পড়েছে। এতে সাগরে টিকতে না পেরে খালি হাতে উপকূলের তীরে ফিরতে হচ্ছে জেলেদের। একদিকে সাগরে নিম্নচাপ, অন্যদিকে খালি হাতে তীরে ফিরে আসায় হতাশা বিরাজ করছে জেলে আর ট্রলারমালিকদের মধ্যে।
গতকাল রোববার দুপুরে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য ঘাটে গিয়ে দেখা গেছে, বৈরী আবহাওয়ার কারণে ঘাটে ফিরেছেন কয়েক শ জেলে। দুদিন আগে সাগরে গিয়ে খালি হাতে ফিরে আসায় দিশেহারা হয়ে পড়েছেন ট্রলারমালিক-জেলেরা। বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চাহিদা অনুযায়ী আমদানি না থাকায় জমেও উঠছে না বিএফডিসি মৎস্য ঘাট এবং মাছের আড়তগুলো।
সাগর উত্তাল দেখে ঘাটে ফিরে এসেছেন নাসির উদ্দিন নামের এক মাঝি। তিনি জানান, বরফ, তেল, বাজারসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার রসদ নিয়ে ২৬ জুলাই সমুদ্রে মাছ শিকারে যান। প্রথমে নিম্নচাপের খবর পেয়েও লোকসান বিবেচনায় সমুদ্রে থাকতে চেয়েছিলেন।
নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় জীবনের মায়ায় এবং ট্রলারমালিকের জাল-দড়ির কথা ভেবে ট্রলার নিয়ে সাগর থেকে তীরে ফিরেছেন। যত দিন আবহাওয়া অনুকূলে না আসবে, তত দিন উপকূলেই থাকতে হবে।
আল্লাহর দান-১ ট্রলারের মালিক ও জেলা ট্রলার মালিক সমিতির সহসভাপতি মো. আবুল হোসেন ফরাজী বলেন, একদিকে ডিজেল ও মুদি মালপত্রের দাম বেড়েছে, অন্যদিকে সাগরে ট্রলার নিয়ে খালি হাতে ফিরে আসতে হচ্ছে। সাগরে মাছ শিকারে যাওয়া প্রত্যেক জেলের পেছনে ব্যয়বহুল খরচ। যে অবস্থা শুরু হয়েছে, তাতে মনে হয় ধীরে ধীরে সবাই এ পেশা পরিবর্তন করবে।’

মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর বুকভরা আশা নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছিলেন উপকূলীয় কয়েক হাজার জেলে। ভরা মৌসুমে ইলিশ শিকারে গেলেও লঘুচাপ থেকে নিম্নচাপ হওয়ায় সাগর উত্তাল হয়ে পড়েছে। এতে সাগরে টিকতে না পেরে খালি হাতে উপকূলের তীরে ফিরতে হচ্ছে জেলেদের। একদিকে সাগরে নিম্নচাপ, অন্যদিকে খালি হাতে তীরে ফিরে আসায় হতাশা বিরাজ করছে জেলে আর ট্রলারমালিকদের মধ্যে।
গতকাল রোববার দুপুরে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য ঘাটে গিয়ে দেখা গেছে, বৈরী আবহাওয়ার কারণে ঘাটে ফিরেছেন কয়েক শ জেলে। দুদিন আগে সাগরে গিয়ে খালি হাতে ফিরে আসায় দিশেহারা হয়ে পড়েছেন ট্রলারমালিক-জেলেরা। বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চাহিদা অনুযায়ী আমদানি না থাকায় জমেও উঠছে না বিএফডিসি মৎস্য ঘাট এবং মাছের আড়তগুলো।
সাগর উত্তাল দেখে ঘাটে ফিরে এসেছেন নাসির উদ্দিন নামের এক মাঝি। তিনি জানান, বরফ, তেল, বাজারসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার রসদ নিয়ে ২৬ জুলাই সমুদ্রে মাছ শিকারে যান। প্রথমে নিম্নচাপের খবর পেয়েও লোকসান বিবেচনায় সমুদ্রে থাকতে চেয়েছিলেন।
নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় জীবনের মায়ায় এবং ট্রলারমালিকের জাল-দড়ির কথা ভেবে ট্রলার নিয়ে সাগর থেকে তীরে ফিরেছেন। যত দিন আবহাওয়া অনুকূলে না আসবে, তত দিন উপকূলেই থাকতে হবে।
আল্লাহর দান-১ ট্রলারের মালিক ও জেলা ট্রলার মালিক সমিতির সহসভাপতি মো. আবুল হোসেন ফরাজী বলেন, একদিকে ডিজেল ও মুদি মালপত্রের দাম বেড়েছে, অন্যদিকে সাগরে ট্রলার নিয়ে খালি হাতে ফিরে আসতে হচ্ছে। সাগরে মাছ শিকারে যাওয়া প্রত্যেক জেলের পেছনে ব্যয়বহুল খরচ। যে অবস্থা শুরু হয়েছে, তাতে মনে হয় ধীরে ধীরে সবাই এ পেশা পরিবর্তন করবে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে