কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত স্পিরিট পানে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃতের নাম—নুরুল ইসলাম (৫০)। তিনি পেশায় একজন মোটর শ্রমিক। নুরুল ইসলাম উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
এর আগে একই সঙ্গে স্পিরিট পানে গতকাল শনিবার রাত ১২টার দিকে তাঁর সহযোগী কাশেম আলী (৪০) মারা যান। তিনি ইবি থানাধীন দুর্বাচারা গ্রামের নুর ইসলাম পটলের ছেলে।
এ ছাড়াও এ ঘটনায় অসুস্থ হয়ে মো. গঞ্জের আলী নামে আরও একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্বাচারা গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের হামিদুল ডাক্তারের হোমিওপ্যাথি দোকান থেকে নুরুল ইসলাম এবং মো. কাশেম আলী মিলে স্পিরিট কিনে কাশেম আলীর মুদি দোকানে বসে এক বোতল পান করেন। এরপর ফাঁকা মাঠে গিয়ে গঞ্জের আলীসহ তিনজন পুনরায় স্পিরিট পান করেন।
পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় কাশেম মারা যান। এরপর আজ রোববার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যায়। মো. গঞ্জের আলী এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) একজন মারা গেছেন। এ ঘটনায় এখনো একজন চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর ভাষ্য, মাত্রাতিরিক্ত স্পিরিট পান করার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, স্পিরিট পানে আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে হোমিওপ্যাথি চিকিৎসক পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার কুমারখালীতে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত স্পিরিট পানে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃতের নাম—নুরুল ইসলাম (৫০)। তিনি পেশায় একজন মোটর শ্রমিক। নুরুল ইসলাম উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
এর আগে একই সঙ্গে স্পিরিট পানে গতকাল শনিবার রাত ১২টার দিকে তাঁর সহযোগী কাশেম আলী (৪০) মারা যান। তিনি ইবি থানাধীন দুর্বাচারা গ্রামের নুর ইসলাম পটলের ছেলে।
এ ছাড়াও এ ঘটনায় অসুস্থ হয়ে মো. গঞ্জের আলী নামে আরও একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্বাচারা গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের হামিদুল ডাক্তারের হোমিওপ্যাথি দোকান থেকে নুরুল ইসলাম এবং মো. কাশেম আলী মিলে স্পিরিট কিনে কাশেম আলীর মুদি দোকানে বসে এক বোতল পান করেন। এরপর ফাঁকা মাঠে গিয়ে গঞ্জের আলীসহ তিনজন পুনরায় স্পিরিট পান করেন।
পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় কাশেম মারা যান। এরপর আজ রোববার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যায়। মো. গঞ্জের আলী এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) একজন মারা গেছেন। এ ঘটনায় এখনো একজন চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর ভাষ্য, মাত্রাতিরিক্ত স্পিরিট পান করার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, স্পিরিট পানে আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে হোমিওপ্যাথি চিকিৎসক পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৭ ঘণ্টা আগে