মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মাছের ঘেরের মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘বাইনতলা গ্রামের জালাল শেখ ও তৈয়াবুর রহমানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন জালাল শেখের পক্ষে মো. কালাম হাওলাদার, হানিফ হাওলাদার, মো. মিরাজ মল্লিক, মো. বাবু মল্লিক, মো. খালেক হাওলাদার, মো. মুরাদ হাওলদার, মানিক হাওলাদার, কাদের হাওলাদার, শাহিনুর বেগম। তৈয়াবুর রহমানের পক্ষের চয়ন হাওলাদার, জাকির, শহিদুল, এমরান, রাজু ও রাকিব।
জালাল শেখের ছেলে মো. সাগর হাওলাদার বলেন, ‘তৈয়াবুর রহমান ও তাঁর লোকজন কয়েক বছর আগে ইজারা নিয়ে আমাদের জমিতে ঘের করেন। মাত্র এক বছর আমাদের চুক্তির টাকা দিয়েছিল, আর দেয়নি। পরে জোরপূর্বক আমাদের জমিতে ঘের করে আসছেন। আজকে আবারও আমাদের জমি দখলের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিলেন। বাধা দিলে তাঁরা আমাদের ওপর হামলা করেন। এতে আমাদের অনেকেই আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমরা হামলাকারীদের বিচার চাই।’
এদিকে জালালের ছেলের অভিযোগ অস্বীকার করে তৈয়াবুরের ছেলে চয়ন হাওলাদার বলেন, ‘জালাল শেখ ও আমাদের ঘের পাশাপাশি। নিজেদের জমি থেকে মাটি কাটছিলাম। তখন তাঁরা আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ ছয়জন আহত হয়েছি। খামাখাই এই হামলা করেছে জালাল শেখের লোকজন।’

বাগেরহাটের মোরেলগঞ্জে মাছের ঘেরের মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘বাইনতলা গ্রামের জালাল শেখ ও তৈয়াবুর রহমানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন জালাল শেখের পক্ষে মো. কালাম হাওলাদার, হানিফ হাওলাদার, মো. মিরাজ মল্লিক, মো. বাবু মল্লিক, মো. খালেক হাওলাদার, মো. মুরাদ হাওলদার, মানিক হাওলাদার, কাদের হাওলাদার, শাহিনুর বেগম। তৈয়াবুর রহমানের পক্ষের চয়ন হাওলাদার, জাকির, শহিদুল, এমরান, রাজু ও রাকিব।
জালাল শেখের ছেলে মো. সাগর হাওলাদার বলেন, ‘তৈয়াবুর রহমান ও তাঁর লোকজন কয়েক বছর আগে ইজারা নিয়ে আমাদের জমিতে ঘের করেন। মাত্র এক বছর আমাদের চুক্তির টাকা দিয়েছিল, আর দেয়নি। পরে জোরপূর্বক আমাদের জমিতে ঘের করে আসছেন। আজকে আবারও আমাদের জমি দখলের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিলেন। বাধা দিলে তাঁরা আমাদের ওপর হামলা করেন। এতে আমাদের অনেকেই আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমরা হামলাকারীদের বিচার চাই।’
এদিকে জালালের ছেলের অভিযোগ অস্বীকার করে তৈয়াবুরের ছেলে চয়ন হাওলাদার বলেন, ‘জালাল শেখ ও আমাদের ঘের পাশাপাশি। নিজেদের জমি থেকে মাটি কাটছিলাম। তখন তাঁরা আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ ছয়জন আহত হয়েছি। খামাখাই এই হামলা করেছে জালাল শেখের লোকজন।’

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক না রেখে রোগীদের সঙ্গে প্রতারণা ও লাইসেন্স না থাকায় ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন জোটের শরিককে ছেড়ে দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এলাকাবাসী ও কর্মী সমর্থকদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে জানিয়েছেন।
২৫ মিনিট আগে
প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
১ ঘণ্টা আগে