
‘বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সম্মানী ভাতা পাই মাত্র ১০ হাজার টাকা। আমার অন্য পেশা নেই। এ দিয়ে সংসার চলছে না। খরচ মেটাতে হিমশিম খাচ্ছি।’ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সম্মানী ভাতা বাড়ানোর দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা ও স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেছেন এক ওয়ার্ড কাউন্সিলর।
আজ বুধবার ভোরে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভাতা বাড়ানোর দাবি জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। গত শনিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনতে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন তিনি।
ওই কাউন্সিলের নাম এস এম রফিক। তিনি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার নির্বাচিত কাউন্সিলর। এ ছাড়া তিনি বাংলাদেশ কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কাউন্সিলর তার অভাব-অনটন ও অসহায়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলেছেন, ‘সম্মানী ভাতা বৃদ্ধির নির্দেশ প্রদান করা হোক। সুস্থভাবে সংসার চালানোর সুযোগ দেওয়া হোক। পৌরসভার অধিকাংশ কাউন্সিলরদের একই অবস্থা। পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলেই পৌরসভার বরাদ্দ থেকে সম্মানী ভাতা বৃদ্ধি করা সম্ভব।’
গতকাল মঙ্গলবার ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘পৌর কাউন্সিলরদের ভাতা দেওয়া বন্ধ করুন। নইলে ভাতা বৃদ্ধি করুন। সম্মানী ভাতার নামে অসম্মানী মানিনা, মানব না। বাংলাদেশ পৌর কাউন্সিলরদের প্রাণের দাবি সময় উপযোগী সম্মানী ভাতা বৃদ্ধি করুন।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে