কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মুক্তিযোদ্ধা, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও এনজিও ফোরাম ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের নেতৃবৃন্দ মানববন্ধনকারীদের সাথে একাত্নতা প্রকাশ করেন।
বাবা-মা বাড়িতে না থাকায় গত ২৪ ফেব্রুয়ারি রাতে ওই শিক্ষার্থী চার বখাটের ধর্ষণের শিকার হয়। গুরুত্বর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি বিকেলে নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কচুয়া থানায় একটি মামলা করেন। ইতিমধ্যে কচুয়া উপজেলার শাখারিকাঠি এলাকা থেকে মামলার অন্যতম আসামী এজাজুল মোল্লা (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করছে।
মানববন্ধনে ওই শিক্ষার্থীর সহপাঠীরা বলেন, আমাদের বোনকে যে নরপশুরা অত্যাচার, নির্যাতন করেছে, তাঁদের অবিলম্বে গ্রেফফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
ওই শিক্ষার্থীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমার বিদ্যালয়ের এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে যে বখাটেরা নির্যাতন করেছে তাঁদের কঠোর বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যহত থাকবে।’ এ ছাড়া সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তিনি।
মানববন্ধনে বক্তব্য দেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নকীব লুতফর রহমান, মসনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দে, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফয়সাল ওহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস আহমেদ, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি শেখ আসাদ, উদয়ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ফাতেমা আক্তার মুক্তি প্রমুখ।

বাগেরহাটের কচুয়ায় ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মুক্তিযোদ্ধা, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও এনজিও ফোরাম ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের নেতৃবৃন্দ মানববন্ধনকারীদের সাথে একাত্নতা প্রকাশ করেন।
বাবা-মা বাড়িতে না থাকায় গত ২৪ ফেব্রুয়ারি রাতে ওই শিক্ষার্থী চার বখাটের ধর্ষণের শিকার হয়। গুরুত্বর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি বিকেলে নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কচুয়া থানায় একটি মামলা করেন। ইতিমধ্যে কচুয়া উপজেলার শাখারিকাঠি এলাকা থেকে মামলার অন্যতম আসামী এজাজুল মোল্লা (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করছে।
মানববন্ধনে ওই শিক্ষার্থীর সহপাঠীরা বলেন, আমাদের বোনকে যে নরপশুরা অত্যাচার, নির্যাতন করেছে, তাঁদের অবিলম্বে গ্রেফফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
ওই শিক্ষার্থীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমার বিদ্যালয়ের এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে যে বখাটেরা নির্যাতন করেছে তাঁদের কঠোর বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যহত থাকবে।’ এ ছাড়া সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তিনি।
মানববন্ধনে বক্তব্য দেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নকীব লুতফর রহমান, মসনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দে, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফয়সাল ওহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস আহমেদ, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি শেখ আসাদ, উদয়ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ফাতেমা আক্তার মুক্তি প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৫ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৯ মিনিট আগে