অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে বিএডিসির চুরি যাওয়া সারসহ একটি ট্রাক জব্দ ও দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার নদীবন্দর এলাকার নাহার ঘাট থেকে তাদের আটক করা হয়। এর আগে মঙ্গলবার রাতে রাজঘাট থেকে ওই সার চুরির ঘটনা ঘটে।
আটক দুজন হলেন-উপজেলার চলিশিয়া ইউনিয়নের আন্ধা গ্রামের ত্রিনাথ রায়ের ছেলে নাহার ঘাটের শ্রমিক সরদার দেবাচার্য্য রায় (৩৭) ও বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে ট্রাক চালক আশিকুজ্জামান মুকুট (২৮)।
নাহার ঘাটের সরদার ও নওয়াপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপুল শেখ জানান, রমজান মাসে ইফতারের আগে ঘাটে সব কাজ বন্ধ থাকে। ঘটনার দিন মঙ্গলবার ইফতারের সময় তিনি জানতে পারেন, ঘাটের শ্রমিক সরদার দেবাচার্য্য রায় একটি ট্রাকে আকিজ গ্রুপের আমদানীকরা সরকারি টিএসপি (মরক্কো) সার লোড করেছে। দ্রুত তিনি ঘাটে আসেন এবং লোড করা ট্রাক আটকে থানায় খবর দেন। পরে পুলিশ এসে সারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৫২৮০) সহ অভিযুক্ত দেবাচার্য্য রায় ও ট্রাক চালক আশিকুজ্জামান মুকুটকে আটক করে নিয়ে যায়।
আকিজ গ্রুপের নাহার ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওয়্যারহাউস) ওবায়দুর রহমান জানান, আকিজ গ্রুপের কনসালট্যান্ট মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেড সরকারি ভর্তুকির বিএডিসি টিএসপি (মরক্কো) সার মরক্কো থেকে আমদানি করে। পরে সেই সার লাইটারেজ জাহাজে করে নওয়াপাড়া নদীবন্দর এলাকার নাহার ঘাটে ড্যাম্পিং করা হয়। ঘাটের শ্রমিক সর্দার দেবাচার্য্য রায় অজ্ঞাতনামা ১০-১২ জনের সহযোগিতায় ৫০০ বস্তা টিএসপি সার চুরি করে একটি ট্রাকে লোড করেন। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা। ঘটনার পর বুধবার দুপুরে দেবাচার্য্য রায়, ট্রাক চালক আশিকুজ্জামান মুকুটসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত দেবাচার্য্য রায় জানান, ৫০০ বস্তা টিএসপি সার তিনি ওই ড্যাম্পে লুকিয়ে রেখেছিলেন। ওই সারের মালিক তিনি। মঙ্গলবার ইফতারের সময় সারগুলো ট্রাকে লোড দেওয়ার পর পুলিশ এসে তাকেসহ ট্রাকটি থানায় নিয়ে যায়। ঘাট থেকে তাকে সরানোর জন্য ঘাটের সরদার পৌর কাউন্সিলর বিপুল শেখ ষড়যন্ত্র করেছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নাহার ঘাটে অভিযান চালিয়ে ৫০০ বস্তা টিএসপি (মরক্কো) সরকারি সারসহ একটি ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেবাচার্য্য রায় ও ট্রাকচালক মুকুটকে আটক করা হয়েছে। এ ঘটনায় আকিজ গ্রুপের প্রতিনিধি ওবায়দুর সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।’

যশোরের অভয়নগরে বিএডিসির চুরি যাওয়া সারসহ একটি ট্রাক জব্দ ও দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার নদীবন্দর এলাকার নাহার ঘাট থেকে তাদের আটক করা হয়। এর আগে মঙ্গলবার রাতে রাজঘাট থেকে ওই সার চুরির ঘটনা ঘটে।
আটক দুজন হলেন-উপজেলার চলিশিয়া ইউনিয়নের আন্ধা গ্রামের ত্রিনাথ রায়ের ছেলে নাহার ঘাটের শ্রমিক সরদার দেবাচার্য্য রায় (৩৭) ও বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে ট্রাক চালক আশিকুজ্জামান মুকুট (২৮)।
নাহার ঘাটের সরদার ও নওয়াপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপুল শেখ জানান, রমজান মাসে ইফতারের আগে ঘাটে সব কাজ বন্ধ থাকে। ঘটনার দিন মঙ্গলবার ইফতারের সময় তিনি জানতে পারেন, ঘাটের শ্রমিক সরদার দেবাচার্য্য রায় একটি ট্রাকে আকিজ গ্রুপের আমদানীকরা সরকারি টিএসপি (মরক্কো) সার লোড করেছে। দ্রুত তিনি ঘাটে আসেন এবং লোড করা ট্রাক আটকে থানায় খবর দেন। পরে পুলিশ এসে সারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৫২৮০) সহ অভিযুক্ত দেবাচার্য্য রায় ও ট্রাক চালক আশিকুজ্জামান মুকুটকে আটক করে নিয়ে যায়।
আকিজ গ্রুপের নাহার ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওয়্যারহাউস) ওবায়দুর রহমান জানান, আকিজ গ্রুপের কনসালট্যান্ট মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেড সরকারি ভর্তুকির বিএডিসি টিএসপি (মরক্কো) সার মরক্কো থেকে আমদানি করে। পরে সেই সার লাইটারেজ জাহাজে করে নওয়াপাড়া নদীবন্দর এলাকার নাহার ঘাটে ড্যাম্পিং করা হয়। ঘাটের শ্রমিক সর্দার দেবাচার্য্য রায় অজ্ঞাতনামা ১০-১২ জনের সহযোগিতায় ৫০০ বস্তা টিএসপি সার চুরি করে একটি ট্রাকে লোড করেন। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা। ঘটনার পর বুধবার দুপুরে দেবাচার্য্য রায়, ট্রাক চালক আশিকুজ্জামান মুকুটসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত দেবাচার্য্য রায় জানান, ৫০০ বস্তা টিএসপি সার তিনি ওই ড্যাম্পে লুকিয়ে রেখেছিলেন। ওই সারের মালিক তিনি। মঙ্গলবার ইফতারের সময় সারগুলো ট্রাকে লোড দেওয়ার পর পুলিশ এসে তাকেসহ ট্রাকটি থানায় নিয়ে যায়। ঘাট থেকে তাকে সরানোর জন্য ঘাটের সরদার পৌর কাউন্সিলর বিপুল শেখ ষড়যন্ত্র করেছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নাহার ঘাটে অভিযান চালিয়ে ৫০০ বস্তা টিএসপি (মরক্কো) সরকারি সারসহ একটি ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেবাচার্য্য রায় ও ট্রাকচালক মুকুটকে আটক করা হয়েছে। এ ঘটনায় আকিজ গ্রুপের প্রতিনিধি ওবায়দুর সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।’

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৭ ঘণ্টা আগে